ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তনু হত্যাকাণ্ডের রিট নিয়মিত বেঞ্চে উপস্থাপনের আদেশ

প্রকাশিত: ০৬:১৯, ২৬ এপ্রিল ২০১৬

তনু হত্যাকাণ্ডের রিট নিয়মিত বেঞ্চে উপস্থাপনের আদেশ

স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকা-ের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে দায়ের করা রিট নিয়মিত বেঞ্চে উপস্থাপনের আদেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে বিচারকদের নিয়ে বিরূপ মন্তব্য করায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আবুল বারকতের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা গ্রহণের জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে। জাহান তনু হত্যাকা-ের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে দায়ের করা রিট নিয়মিত বেঞ্চে উপস্থাপনের আদেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মোঃ সেলিমের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে বিষয়টি উপস্থাপন করেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। আদালত অবমাননার আবেদন ॥ বিচারকদের নিয়ে বিরূপ মন্তব্য করায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আবুল বারকাতের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা গ্রহণের জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে। আইনজীবী ইউনুছ আলী আকন্দ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন।
×