ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংঘর্ষ ॥ আটক ১২

তনু হত্যার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট ও ছাত্রঐক্যের হরতাল বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ০৬:১৮, ২৬ এপ্রিল ২০১৬

তনু হত্যার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট ও ছাত্রঐক্যের হরতাল বিক্ষোভ মিছিল

জনকণ্ঠ রিপোর্ট ॥ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাসহ খুন-ধর্ষণের প্রতিবাদে সোমবার সারাদেশে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের ডাকে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। হরতালে রাজধানীর অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। যান চলাচলে তেমন কোন প্রভাব না পড়লেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হরতালের প্রভাব ছিল লক্ষণীয়। এদিকে হরতাল চলাকালে শাহবাগে সড়ক অবরোধ ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সাভারসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধকারীদের ওপর পুলিশের হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আটক করা হয়েছে ১২ জনকে। সোমবার সকালে রাজধানীর শাহবাগে হরতালকারীরা সড়ক অবরোধ করলে যান চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে। পরে দুপুরের দিকে যান চলাচল আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। হরতালে রাজধানীতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যান চলাচল অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস ছেড়ে গেছে। তবে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কথা বলে জানা গেছে, সকাল থেকেই স্কুল-কলেজগুলোতে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। এদিকে আমাদের জাবি সংবাদদাতা জানিয়েছেন, আধাবেলা হরতালের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের জয় বাংলা গেটের পাশে অবরোধকারীদের ওপর ব্যাপক লাঠিচার্র্জ করেছে পুলিশ। লাঠিচার্জে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রায় ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। চট্টগ্রাম অফিস জানিয়েছে, তনুর খুনীদের গ্রেফতারের দাবিতে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের ডাকা অর্ধদিবস হরতাল চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম বন্ধ থাকে। বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানে স্থগিত করা হয় নিয়মিত পরীক্ষা। তনু হত্যার প্রতিবাদে ডাকা অর্ধদিবস হরতাল সিলেটে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল পালিত হয়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে সিলেট শহীদ মিনারের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট শাখা। বিভাগীয় শহর বরিশালে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। হরতালের সমর্থনে সকালে একটি মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট। মিছিলটি অশ্বিনী কুমার হলের সামনে থেকে জেলখানার মোড়ে যাওয়ার সময় পুলিশী হামলার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বগুড়ায় অর্ধদিবস হরতাল প্রগতিশীল ছাত্রজোট এবং সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের মিছিল-সমাবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে।
×