ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অর্থনৈতিক মুক্তির জন্য রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই ॥ নাসিম

প্রকাশিত: ০৬:১৭, ২৬ এপ্রিল ২০১৬

অর্থনৈতিক মুক্তির জন্য রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য রাজনৈতিক স্থিতিশীলতার কোন বিকল্প নেই। জাতির জনক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে এবং উন্নয়নের গতি সৃষ্টি হয়েছে। যারা রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় তারা মানুষের কল্যাণ চায় না, ধ্বংস চায়। বাংলার মাটিতে তাদের স্থান হবে না। তিনি এও বলেছেন, বেগম খালেদা জিয়া ৫ জানুয়ারি নির্বাচন না করে দেশের গণতন্ত্র ধ্বংস করতে চেয়েছিলেন আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নির্বাচন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, জঙ্গী দমন করেছেন, আলোকিত বাংলাদেশ গড়ে তুলেছেন। সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জের রতনকান্দিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ সব কথা বলেছেন। পরে তিনি সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া থেকে সোনামুখী পর্যন্ত শহীদ এম মনসুর আলী সড়কে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ৭টি সেতুর নির্মাণকাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, সিভিল সার্জন ডাঃ শহিদ, মোঃ সাদেকুল ইসলাম, শহীদ এম মনসুর আলী সরকারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক শাহিন হাসান উপস্থিত ছিলেন। রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোক্তাদির বকুল। এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু, বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোলাম রব্বানী তালুকদার, রতনকান্দি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন, শহীদুল ইসলাম শহীদসহ জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শেখ হাসিনার সরকার বার বার দরকার সেøাগান তুলে সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, একটি সরকারের দীর্ঘ মেয়াদ না থাকলে দেশের জনগণের কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব হয় না। এ ক্ষেত্রে তিনি মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সরকার প্রধানদের ক্ষমতাকালের দৃষ্টান্ত তুলে ধরেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলায় তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি মায়ের ¯েœহ ও বোনের ভালবাসা দিয়ে বাংলার মানুষকে জঙ্গীবাদের হাত থেকে রক্ষা করেছেন, তাঁর (শেখ হাসিনা) নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক ও সড়ক অবকাঠামোসহ গ্রামীণ জনপদে উন্নয়ন হচ্ছে। সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন হয়, জাতি সমৃদ্ধিশালী হয়ে ওঠে। তিনি আত্মবিশ্বাস নিয়ে বলেন, উন্নয়ন এবং জনগণের ভালবাসা নিয়ে ২০১৯ সালে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনেও বঙ্গবন্ধকন্যা শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগ সরকার গঠন করবে।
×