ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নির্বাচনোত্তর সহিংসতা ॥ পুলিশসহ কয়েক শ’ আহত

মাগুরায় সংঘর্ষে নিহত ১, শরীয়তপুরে ভাংচুর, দোকান লুট

প্রকাশিত: ০৬:১৩, ২৬ এপ্রিল ২০১৬

 মাগুরায় সংঘর্ষে নিহত ১, শরীয়তপুরে ভাংচুর, দোকান লুট

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশে তৃতীয় দফা ইউনিয়ন পরিষদের নির্বাচনপরবর্তী সহিংসতায় একজন নিহত ও পুলিশ কর্মকর্তাসহ কয়েক শ’ লোক আহত হয়েছে। সোমবার সকালে মাগুরায় বাবলু শেখ নামে এক আওয়ামী লীগ সমর্থক মারা যান। রবিবার রাত ও সোমবার সকালে শরীয়তপুরে নৌকা প্রতীকের পরাজিত প্রার্থীর সমর্থকদের ওপর হামলায় ঘরবাড়ি ভাংচুর, পালের গরু ও দোকানের মালামাল লুটের ঘটনা ঘটে। পাশাপাশি ঠাকুরগাঁও, ফরিদপুরের বোয়ালমারী, খাগড়াছড়ি ও কক্সবাজারেও সহিংসতায় অনেকে আহত হয়েছে। এছাড়া কক্সবাজারে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। মাগুরা ॥ শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাকবাড়িয়া গ্রামে নির্বাচনপরবর্তী সহিংসতায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে সোমবার সকালে বাবলু শেখ (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। আনোয়ার (৩৫), আলিম শেখ (৪০) ও ফয়জার (৩০) নামে আহত ৩ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১০০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শরীয়তপুর ॥ রবিবার রাত ও সোমবার সকালে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে আওয়ামী লীগের বিদ্রোহী বিজয়ী প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদারের সমর্থকরা হামলা চালিয়ে নৌকা মার্কার পরাজিত প্রার্থী তাসলিমা বেগমের সমর্থকদের অন্তত ৫০ বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে। নৌকা মার্কার সমর্থকদের লক্ষ লক্ষ টাকার মূল্যমানের পালের গরু ছিনিয়ে নিয়ে গেছে হামলাকারীরা। বোয়ালমারী ॥ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ও গুনবহা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়-পরাজয়ের ইস্যুকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত হয়েছে অর্ধশতাধিক। এ সময় কমপক্ষে বিশটি ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট হয়। শ্রীপুরে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ ॥ নিজস্ব সংবাদদাতা গাজীপুর থেকে জানান, শ্রীপুরে নির্বাচনোত্তর সহিংসতায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক হযরত সরদার (৫৫) নামে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। তিনি লতিফপুর উত্তরপাড়া গ্রামের মরহুম বদরউদ্দিন সরদারের ছেলে। হযরত গোসিংগা বাজারে বাঁশের ব্যবসা করতেন। নিহতের বড়ভাই আসাদ সরদার অভিযোগ করেন, গত শনিবার গোসিংগায় নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহজাহান সরকার বিদ্রোহী প্রার্থী বরকত আলী খোকাকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। এতে ক্ষুব্ধ হয়ে পরাজিত প্রার্থীর কর্মীরা রবিবার রাত নয়টার দিকে স্থানীয় হাইস্কুল মাঠের পাশে শাহজাহান সরকারের সমর্থক ফকির মোহাম্মদ আবদুল্লাহকে মারধর করে। আবদুল্লাহকে উদ্ধারের জন্য হযরত এগিয়ে গেলে তাকেও মারধর করে খোকার সমর্থকরা। এ নিয়ে পরদিন সোমবার সকাল সোয়া দশটার দিকে খোকার সমর্থকদের সঙ্গে বাগবিত-ার একপর্যায়ে হযরত আলীকে আবার মারধর করা হয়। এতে হযরত আলী জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে খোকা অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে ও তার কর্মী- সমর্থকদের হয়রানি করতেই প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে। শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, নিহতের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
×