ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইতালিয়ান সিরি এ

জুভেন্টাসের রেকর্ড টানা পঞ্চম শিরোপা

প্রকাশিত: ০৪:৪১, ২৬ এপ্রিল ২০১৬

জুভেন্টাসের রেকর্ড টানা পঞ্চম শিরোপা

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি এ লীগে রেকর্ড টানা পঞ্চমবারের মতো শিরোপা নিশ্চিত করেছে জুভেন্টাস। সোমবার রাতে এ এস রোমার কাছে নেপোলি ১-০ গোলে হারলে তিন ম্যাচ বাকি থাকতেই ট্রফি নিশ্চিত হয় জুভদের। ১৯৩৫ সালের পর আবারও টানা পাঁচ শিরোপা জয়ের কৃতিত্ব দেখাল জুভেন্টাস। আগের দিন অর্থাৎ রবিবার রাতে স্বাগতিক ফিওরেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে যায় জুভেন্টাস। ম্যাচের শেষদিকে আলভারো মোরাটার জয়সূচক গোলের পর অন্তিম মুহূর্তে প্রতিপক্ষের পেনাল্টি রুখে দিয়ে জুভিদের মূল্যবান তিন পয়েন্ট এনে দেন অধিনায়ক ও তারকা গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। নিকিতা কালিনিচ পেনাল্টি শটটা খারাপ নেননি। কিন্তু বাঁদিকে ঝাঁপিয়ে অসাধারণ দক্ষতায় বল ফিরিয়ে দেন বুফন। ফিরতি বল ফিওরেন্টিনার একজন দৌড়ে জালে ঢুকিয়েই দিচ্ছিলেন। এবারও বুফনের দুর্দান্ত সেভ। মূলত তার নৈপুণ্যের শিরোপা নিশ্চিত করেছে জুভেন্টাস। এ নিয়ে নিজেদের শেষ ২৫ লীগ ম্যাচের মধ্যে ২৪টিতেই জিতল চ্যাম্পিয়নরা। বাকি ম্যাচটি ড্র হয়। সোমবারের ম্যাচে রোমার কাছে নেপোলি হার মানায় জুভেন্টাসের ৩২ নম্বর শিরোপা নিশ্চিত হয়ে যায়। ৩৫ ম্যাচ শেষে জুভেন্টাসের সংগ্রহ ৮৫ পয়েন্ট। সমান ম্যাচ খেলা নেপোলি ৭৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ও ৭১ পয়েন্টে তিনে রোমা। বাকি তিন ম্যাচে জুভেন্টাস হারলেও তাদের ধারে কাছে কেউ ভিড়তে পারবে না। ম্যাচে বুফনের কীর্তিটা হয় তো ঢাকা পড়ে যাবে! মোরাটাই নায়ক হয়ে থাকবেন, বদলি হিসেবে নেমে গোল করে এই স্প্যানিয়ার্ড স্ট্রাইকারই জয় এনে দিয়েছেন দলকে। গোল করলেও মোরাটা ভালমতোই জানেন, জয়টা তো আসলে বুফনের সৌজন্যে। ম্যাচ শেষে তাই আবেগে ভেসে গিয়ে তিনি বলেন, আমরা শেষ পর্যন্ত এমন একজনের জন্য জিতেছি, যে আসলে মানুষই নয়। সে আসলে অতিমানব। আর কি চাই বুফনের! পরশুর ম্যাচ শেষে জুভেন্টাসের ফুটবলারদের উচ্ছ্বাস ছিল চ্যাম্পিয়নদের মতোই। কাল সেটাই হয়ে গেল।
×