ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এএফসি কাপ

শেখ জামালের সামনে আজ টেম্পাইন

প্রকাশিত: ০৪:৪০, ২৬ এপ্রিল ২০১৬

শেখ জামালের সামনে আজ টেম্পাইন

স্পোর্টস রিপোর্টার ॥ শাক দিয়ে মাছ ঢাকা যায় না। জোড়াতালি দিয়ে ফাঁক-ফোকড় ঢেকে রাখা যায় না। তেমনি ক্ষয়িষ্ণু শক্তি সম্বল করে কোন খেলায় জয়লাভও করা সম্ভব হয় না। এটা প্রযোজ্য শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেডের বেলাতেও। বাংলাদেশের এক সময়ের সবচেয়ে ধনী ও শক্তিশালী এই ফুটবল ক্লাবটির এখন যেন ত্রাহি ত্রাহি মধুসূদন অবস্থা। সমস্যাটা অর্থের নয়, ভাল খেলোয়াড়ের। আর এ কারণেই এএফসি কাপের মূলপর্বে একটি খেলাতেও জিততে পারেনি তারা। এ পর্যন্ত চার খেলার প্রতিটিতেই হেরেছে তারা। কোন ম্যাচে শোচনীয় হার, কোন ম্যাচে ড্র করতে করতে হার, কোন ম্যাচে জিততে জিততে হারÑ এই হলো তাদের অবস্থা। ‘ই’ গ্রুপে চার ম্যাচে দুই জয় ও এক ড্র চার দলের মধ্যে দ্বিতীয় স্থানে আছে রোভার্স। পক্ষান্তরে টানা চার ম্যাচ হেরে জামাল আছে পয়েন্ট টেবিলের তলানিতে, চতুর্থ স্থানে। এই অবস্থা নিয়েই শেখ জামাল ধানম-ি আবারও আজ ‘হোম’ ম্যাচে খেলতে যাচ্ছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ তাদের প্রতিপক্ষ সিঙ্গাপুরের টেম্পাইন রোভার্স। খেলাটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এর আগে গত ২৩ ফেব্রুযারি সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে জামাল ৪-০ গোলে হেরেছিল রোভার্সের কাছে। রোভার্স কোচ সুন্দ্রাম মুর্থি ৩ পয়েন্ট নিয়ে ঘরে ফেরার লক্ষ্য জানান, বাফুফে ভবনের সোমবারের সংবাদ সম্মেলনে। শেখ জামাল কোচ শফিকুল ইসলাম মানিক জানান, ঘরের মাঠে মান বাঁচিয়ে এক পয়েন্ট পেলেই খুশি থাকবেন তিনি! মামুনুল ইসলামসহ আট ফুটবলার হারানোর পর বিধ্বস্ত অবস্থায় শেখ জামাল। সেটাও কঠিন হয়ে পড়েছে চোটের হানায়। এমনিতেই দলের ডিফেন্স লাইনআপ নিয়ে ভুগছে শেখ জামাল। সমস্যা মিডফিল্ডেও। নির্ভরযোগ্য তিন ফরোয়ার্ডের মধ্যে এমেকা ডার্লিংটন ও ওয়েডেসন এ্যানসেলমে ইনজুরিতে। সেলানগোর এফএর বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়ায় এ ম্যাচে খেলতে পারবেন না ডিফেন্ডার ইয়াসিন খান। মিডফিল্ডার জামাল ভূঁইয়াকেও পাওয়া যাবে না। এ প্রসঙ্গে কোচ মানিক বলেন, ‘এএফসি কাপে অনেক স্বপ্ন ছিল; কিন্তু স্বপ্ন বাস্তবায়নের জন্য যে পদক্ষেপ দরকার ছিল সেগুলো করতে পারেনি। খেলোয়াড় সঙ্কট, চোট আছে। যে খেলোয়াড়দের নিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল, তারা এ মুহূর্তে অন্য ক্লাবের ক্যাম্পে আছে। এ কারণে আমরা পর্যাপ্ত খেলোয়াড় পাইনি। মালয়েশিয়াতে ১৪ প্লেয়ার নিয়ে গেছি। কালকের ম্যাচেও একই দশা।’ মানিক আরও বলেন, ‘মাত্র দশ জন নিয়ে রবিবার অনুশীলন করতে হয়েছে। এখনও জানি না কজন খেলোয়াড় পাব। বিকেলে যদি আরও দু-একজন আসে তাহলে ফর্মেশন অনুযায়ী ১১ জন করতে পারব। এই প্রেক্ষিতে বলছি, ম্যাচটা কঠিন। তারা চ্যাম্পিয়ন্সশিপের লড়াইয়ে আছে, আমরা নেই।’ আবাহনী লিমিটেডের কাছে ফরোয়ার্ড জুয়েল রানা ও শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে মিডফিল্ডার মোনায়েম খান রাজুকে ‘ধার’ চেয়েছেন মানিক। এ প্রসঙ্গে মানিকের ভাষ্য, ‘তপু বর্মণ আছে। জুয়েল ও রাজুর রেজিস্ট্রেশন করিয়ে রেখেছিলাম আমরা। এ দুজনকে তাদের ক্লাবের কাছে চেয়েছি। রাজু চোটে থাকায় এতদিন ডাকিনি। কিন্তু সে স্বাধীনতা কাপে সর্বশেষ ম্যাচে খেলেছে। আমরা আশাবাদী কালকের ম্যাচে এদের পাব। আমি এক পয়েন্ট পেলেই খুব খুশি হব। তবে নির্দিষ্ট দিনে খেলোয়াড়দের পারফর্মেন্সই মুখ্য। তারপরও আশা করি ছেলেরা চেষ্টা করবে।’ টেম্পাইন কোচ মুর্থি বলেন, ‘আমার দলে চোট সমস্যা সে অর্থে নেই। সেরা যোদ্ধাদের নিয়েই এখানে এসেছি। শেখ জামালকে সমীহ করলেও জয় পেতে আত্মবিশ^াসী। সিঙ্গাপুরে তাদের প্রথম ম্যাচে দেখেছিলাম টুর্নামেন্টের শুরুতে তারা খুব প্রস্তুত ছিল না। এর সপ্তাহ দুয়েক পর দেখলাম, তারা অনেক ভাল খেলছে। উন্নতি করেছে। এটা সহজ ম্যাচ হতে যাচ্ছে না। ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তিন পয়েন্ট চাই আমরা।’ উল্লেখ্য, ম্যাকাওয়ের বেনফিকা ও স্বাগতিক কিরগিজ ক্লাব এফসি আলগাকে টপকে এ আসরের প্লে অফের ছাড়পত্র পেয়েছিল শেখ জামাল। বেনফিকা ডি ম্যাকাও ক্লাবকে ৪-১ গোলে এবং আলগার সঙ্গে ১-১ গোলে ড্র করে। এএফসি কাপের প্লে অফ বাছাইয়ে খেলেছিল জামাল। কিরগিজস্তানের বিশকেকে ম্যাচ ড্র করে তা উতরে যায়। পরবর্তীতে ভাগ্যগুণে প্লে অফ খেলতে হয়নি। সরাসরি চূড়ান্ত পর্বে। এএফসি কাপে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে সাড়ে তিন লাখ ডলার। রানার্সআপ দল পাবে আড়াই লাখ ডলার। সেমিফাইনালিস্ট, কোয়ার্টার ফাইনালিস্ট এবং সেরা ১৬ অবস্থান করা দলগুলো পাবে যথাক্রমে ৪০, ২৫ এবং ১৫ হাজার ডলার করে।
×