ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রথম আফ্রিকান হিসেবে পিএফএ’র সেরা ফুটবলার নির্বাচিত হলেন লিচেস্টার সিটির এই উইঙ্গার

ইপিএল বর্ষসেরা মাহরেজ

প্রকাশিত: ০৪:৪০, ২৬ এপ্রিল ২০১৬

ইপিএল বর্ষসেরা মাহরেজ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রিমিয়ার লীগের চূড়ায় এখন লিচেস্টার সিটি। ক্লাব ইতিহাসের প্রথম লীগ শিরোপা জয়ের উচ্ছ্বাসে মাতাটা এখন শুধুই সময়ের ব্যাপার। আর এর পেছনে অবিশ্বাস্যভাবে ভূমিকা রেখেছেন রিয়াদ মাহরেজ। শুধু গোল করেই নয় বরং প্রতিপক্ষের জালে বল জড়াতে সতীর্থদেও দারুণভাবে সহায়তা করেছেন তিনি। আর প্রিমিয়ার লীগের শীর্ষে থাকা লিচেস্টার সিটির হয়ে দুর্দান্ত ফর্মে থাকার পুরস্কারটাও পেয়ে গেলেন রিয়াদ। রবিবার ইংলিশ ফুটবলে চলতি মৌসুমের সেরা খেলোয়াড়ের এ্যাওয়ার্ড জিতেছেন ২৫ বছর বয়সী এই আলজিরিয়ান উইঙ্গার। লিচেস্টার সিটির হয়ে দুর্দান্ত এক মৌসুম উপভোগ করছেন রিয়াদ মাহরেজ। এখন পর্যন্ত প্রিমিয়ার লীগের ৩৪ ম্যাচ খেলে ১৭ গোল করেছেন তিনি। সেই সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১১ গোল। মাহরেজের মতোই দুর্দান্ত গতিতে ছুটছে লিচেস্টার। নিজেদের ক্লাব ইতিহাসে তারা এখন প্রথমবারের মতো লীগ শিরোপা উৎসবে মাতার প্রহর গোনছে! প্রথম আফ্রিকান ফুটবলার হিসেবে প্রিমিয়ার লীগের বর্ষসেরা এ্যাওয়ার্ড জিতে দারুণ উচ্ছ্বসিত এই আলজিরিয়ান। শুধু তাই নয়, লুইস সুয়ারেজের পর দ্বিতীয় নন ইউরোপিয়ান ফুটবলার হিসেবে অসামান্য এই অর্জন করেন মাহরেজ। আর এই পুরস্কার জয়ের সব কৃতিত্বই তার ক্লাব-কর্মকতা, কোচ এবং সতীর্থদের উৎসর্গ করে দিলেন তিনি, ‘সব কৃতিত্বই তাদের জন্য। আমার কোচ (ক্লদিও রানিয়েরি) এবং ক্লাব কর্মকর্তা, তাদের ছাড়া এই অর্জন আমার পাওয়া হতো না। এটা আসলেই দলীয় অনুপ্রেরণার বিষয়। তাই আমি এই পুরস্কার তাদেরই উৎসর্গ করতে চাই। এমন এক পুরস্কার পেয়ে আমি সত্যিই খুব কৃতজ্ঞ। আমার জন্য এটা খুবই আনন্দের। এটা আমার জন্য বিশেষ কিছুর কারণ হলো খেলোয়াড়রাই আমাকে ভোট দিয়েছেন। তারা দেখেছেন যে এই মৌসুমে আমি অসাধারণ পারফর্ম করেছি। এতে আমি খুবই আনন্দিত। আমার সতীর্থদের ছাড়াও এটা কখনও সম্ভব হতো না।’ ইডেন হ্যাজার্ডের আগের মৌসুমেই ইউরোপের বাইরের প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লীগের বর্ষসেরা হয়েছিলেন সুয়ারেজ। তার আগে যথাক্রমে, টটেনহ্যামের গ্যারেথ বেল, আর্সেনালের রবিন ভ্যান পার্সি, ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েইন রুনি, রায়ান গিগস এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই পুরস্কার জিতেছিলেন। অন্যদিকে, বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের খেতাব জেতেন পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা টটেনহ্যাম হটস্পারের ডেলি আলী। স্পারসের জার্সিতে ১০ গোলের পাশাপাশি নয় এ্যাসিস্ট করে দুর্দান্ত মৌসুম পার করতে যাচ্ছেন ২০ বছর বয়সী এ ইংলিশ মিডফিল্ডার। বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ পিএফএ মেরিট এ্যাওয়ার্ডে ভূষিত হন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি রায়ান গিগস। বর্তমানে তিনি রেড ডেভিলসদের কোচ লুইস ভ্যান গালের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। ম্যানইউর হয়ে (১৯৯০-২০১৪) খেলার সময় ২০০৯ সালে বর্ষসেরা ও ১৯৯২, ১৯৯৩ সালে পরপর দু’বার সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন গিগস।
×