ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মার্সেল ক্লাব কাপ হকি

মোহামেডানের শুভসূচনা, আবাহনীর ড্র

প্রকাশিত: ০৪:৩৯, ২৬ এপ্রিল ২০১৬

মোহামেডানের শুভসূচনা, আবাহনীর ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে ‘মার্সেল ক্লাব কাপ হকি টুর্নামেন্ট।’ এই প্রতিযোগিতা চলবে ৯ মে পর্যন্ত। উদ্বোধনী দিনের খেলায় জয় পেয়ে শুভসূচনা করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। তবে ড্র করে হোঁচট খেয়েছে তাদের প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড। মোহামেডান ৪-২ গোলে হারায় বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে। আর আবাহনী ২-২ গোলে ড্র করে সোনালী ব্যাংক এসআরসির সঙ্গে। মোহামেডানের রুবেল হোসেন জোড়া গোল করেন। ২টিই ছিল ফিল্ড গোল (৪৮ ও ৫৬ মিনিটে)। বাকি দুটিও ফিল্ড গোল। একটি করেন ৪ মিনিটে মুস্তাফিজুর রহমান লালন এবং ৪১ মিনিটে অপরটি করেন রাসেল মাহমুদ জিমি। বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের ইকবাল নাদির প্রিন্স এবং বেলাল হোসেন একটি করে ফিল্ড গোল করেন। দ্বিতীয় খেলায় আবাহনী হারতে হারতে কোনমতে ড্র করে। কেননা খেলার প্রথমার্ধে সোনালী ব্যাংক ২-০ গোলে এগিয়ে ছিল। সোনালী ব্যাংকের তাহের আলী ১৫ মিনিটে ১টি ফিল্ড গোল এবং বেলাল ১টি পিসি গোল করেন ২৮ মিনিটে। আবাহনীর খোরশেদুর রহমান ১টি গোল করেন পেনাল্টি স্ট্রোক থেকে (৪৪ মিনিটে)। মাকসুদ আলম হাবুল ১টি ফিল্ড গোল করেন ৪৬ মিনিটে। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের এডিশনাল ডিরেক্টর (সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম) নিয়ামুল হক ও এটিএন বাংলার উপদেষ্টা (প্রশাসন) মীর মোঃ মোতাহার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ। এই হকি টুর্নামেন্টে ৯ দল অংশ নিয়েছে। ৯ দলকে দুটি গ্রুপে বিভক্ত করে লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। দুটি গ্রুপের শীর্ষ চার দল সেমিফাইনাল খেলবে। সেমিফাইনালের বিজয়ী দুটি দল ৯ মে শিরোপা নির্ধারণী ফাইনালে অংশ নেবে। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সরাসরি সম্প্র্রচার করবেন এটিএন বাংলা। মার্সেল ক্লাব কাপ হকির ‘ক’ গ্রুপে রয়েছে উষা ক্রীড়া চক্র, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, সাধারণ বীমা কেএস ও এ্যাজাক্স এসসি। ‘খ’ গ্রুপে রয়েছে আবাহনী এসসি লিমিটেড, মোহামেডান এসসি লিমিটেড, সোনালী ব্যাংক এসআরসি, বাংলাদেশ এসসি ও ওয়ারী ক্লাব। মার্সেল ক্লাব কাপ হকির চ্যাম্পিয়ন দল ৭০ হাজার টাকা প্রাইজমানি পাবে। আর রানার্সআপ দল পাবে ৩৫ হাজার টাকা। এ ছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়কে মার্সেলের পক্ষ থেকে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
×