ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্টুটগার্টের শিরোপা ধরে রাখলেন কারবার

প্রকাশিত: ০৪:৩৮, ২৬ এপ্রিল ২০১৬

স্টুটগার্টের শিরোপা ধরে রাখলেন কারবার

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ পর্যন্ত এ্যাঞ্জেলিক কারবারই হাসলেন শিরোপা জয়ের হাসি। স্টুটগার্ট ওপেনের ফাইনালে লরা সিগেমুন্ডকে হারিয়ে মৌসুমের দ্বিতীয় শিরোপা জয়ের স্বাদ পেলেন তিনি। রবিবার ফাইনালে তিনি ৬-৪ এবং ৬-০ সেটে রীতিমতো উড়িয়েই দেন স্বদেশী সিগেমুন্ডকে। প্রথমবারের মতো কোন টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার আনন্দে-উদ্বেলিত কারবার, ‘এখানের শিরোপা ধরে রাখার আনন্দটা সত্যিই বিস্ময়কর। স্বাভাবিকভাবে আমার জন্য এটা পরিপূর্ণ সপ্তাহ।’ মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন কারবার। যা তার ক্যারিয়ারেরই প্রথম মেজর কোন শিরোপা। শুধু তাই নয়, স্টুটগার্টেরও বর্তমান চ্যাম্পিয়ন তিনি। যে কারণে ফেবারিট হিসেবেই কোর্টে নেমেছিলেন ২৮ বছর বয়সী এই জার্মান তারকা। কিন্তু প্রতিপক্ষ সিগেমুন্ডও দুর্দান্ত শুরু করেন এই টুর্নামেন্টে। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশের তিন তারকাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন তিনি। ফাইনালে শুরুটাও দারুণভাবে করেন সিগেমুন্ড। কিন্তু শেষ পর্যন্ত কারবারের বিপক্ষে তিনি আর পেরে উঠতে পারেননি। এর বড় কারণ কারবারের অভিজ্ঞতা। সেমিফাইনাল জিতেই কারবার বলেছিলেন, আগের চেয়ে এখন অনেক অভিজ্ঞতাসম্পন্ন এবং পরিপক্ব তিনি। যে কারণেই ফাইনালে সিগেমুন্ডের বিপক্ষে বেশ সতর্কতার সঙ্গেই খেলা চালিয়ে যান কারবার। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এ বিষয়ে কারবার বলেন, ‘তার শুরুটা সত্যিই বেশ ভাল ছিল। যে কারণে আমি আমার নিজের খেলাটার দিকে মনোযোগী হতে থাকি। প্রথম কিছু গেম খেলার পর আমি নিজেও ছন্দ পেতে শুরু করি। আর এটাই আমার মূল চাবি। আজ আমি খুব ভালভাবেই কোর্টে মোভ করতে পারছিলাম। আমি মনে করি তার বিপক্ষে জয়ের ক্ষেত্রে আমার সতর্কভাবে শুরুটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’ স্টুটগার্টে শুরু থেকেই অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়েছেন সিগেমুন্ড। যা তার ক্যারিয়ার সেরা পারফর্মেন্সই বলা চলে। ফাইনালে কারবারের কাছে হারলেও টেনিস র‌্যাঙ্কিংয়ে ব্যাপক উন্নতি হয়েছে তার। ৩০ ধাপ এগিয়ে বর্তমানে র‌্যাঙ্কিংয়ের ৪২ নাম্বারে উঠে এসেছেন তিনি। এতে দারুণ রোমাঞ্চিত সিগেমুন্ড। ম্যাচ শেষে ২৮ বছর বয়সী এই জার্মান তারকা বলেন, ‘গত কয়েক দিনে যে রকম আবেগের মুহূর্তের মুখোমুখি হয়েছি টেনিস কোর্টে এর আগে কখনই এমনটি হয়নি।’ তবে টেনিস র‌্যাঙ্কিংয়ের তিন নাম্বারেই থাকছেন এ্যাঞ্জেলিক কারবার। র‌্যাঙ্কিংয়ে অগ্রগতি না হলেও প্রথমবারের মতো শিরোপা ধরে রাখার কীর্তি গড়লেন তিনি। যা তার ক্যারিয়ারেরই সেরা সময়। কারবার নিজেও স্বীকার করেছে তা, ‘আমি মনে করি আমার জন্য এটাই সবচেয়ে ভাল মৌসুম। আমি প্রকৃতপক্ষে বলতে চাচ্ছি প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয় এবং তারপর ঘরের মাঠের সমর্থকদের সামনেই স্টুটগার্ট জয়। এখন পর্যন্ত এটাই আমার মৌসুমের সেরা সূচনা। গ্র্যান্ডসøাম জেতা এবং এখানকার টুর্নামেন্ট জেতাটা আমার কাছে বিশেষ এক অর্জন। কেননা এখানে আমার সব সমর্থকরাই আছেন। যাদের সব মুখই আমার চেনা। এবং তাদের সামনে শিরোপা জেতাটা সত্যিই এক বিস্ময়কর বিষয়। যে কারণেই এই টুর্নামেন্ট জেতাটা আমার মৌসুমের সেরা এক অর্জন।’ আগামী মাসেই শুরু হবে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন। মূলত ফরাসী ওপেনেরই প্রস্তুতিমঞ্চ হিসেবে বিবেচিত স্টুটগার্ট ওপেন। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বছরের দ্বিতীয় মেজর ইভেন্টে নিশ্চিত ফেবারিটের তকমাটা গায়ে মেখেই কোর্টে নামবেন এ্যাঞ্জেলিক কারবার। আর ফাইনালে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে গ্র্যান্ডসøাম টুর্নামেন্টেও নিজেকে মেলে ধরবেন লরা সিগেমুন্ড।
×