ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাবি অধ্যাপক রেজাউলের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার দাবি ঢাবি শিক্ষকদের

প্রকাশিত: ০৪:২৫, ২৬ এপ্রিল ২০১৬

রাবি অধ্যাপক রেজাউলের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার দাবি ঢাবি শিক্ষকদের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজী বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকা-ের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ডুটা)। সোমবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ডুটা সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা এই হত্যাকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশের প্রত্যেক নাগরিকের তার বিশ্বাস এবং আদর্শ নিয়ে নিরাপদে বসবাস করার অধিকার আছে। আর এই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। তিনি বলেন, অধ্যাপক রেজাউল করিম অত্যন্ত ভাল মানুষ ছিলেন। তার সঙ্গে কারও ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না। তবুও তাকে নিষ্ঠুর হত্যাকা-ের শিকার হতে হয়েছে। আমাদের সকলের দাবি, অপরাধী যেই হোক না কেন তাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত বিচার করা হোক। ডুটা সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেন হত্যার মহড়া চলছে। একটি হত্যাকা-ের বিচার না হতেই আর একটি নতুন হত্যাকা-ের ঘটনা ঘটছে। কিন্তু কোন ঘটনারই সুষ্ঠু বিচার হচ্ছে না। আজকে আমি বলতে পারব না কালকে আমার ভাগ্যে কি ঘটবে। বিচার না হওয়ার ব্যর্থতা প্রশাসনের, পুলিশের। আমরা নিরাপদে বেঁচে থাকতে চাই। আমরা প্রতিটি হত্যাকা-ের বিচার চাই, মৃত্যুর মিছিল চাই না। আইএসপিআরের নতুন পরিচালক মোহাম্মদ রাশিদুল হাসান বিডিনিউজ ॥ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসানকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এই সেনা কর্মকর্তাকে প্রেষণে আইএসপিআরে নিয়োগ দিয়ে তার চাকরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে। আইএসপিআরের পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মোঃ শাহীনুল ইসলামকে প্রত্যাহার করে প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে পাঠানোর জন্য তার চাকরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। চা বোর্ডের সদস্য অতিরিক্ত সচিব শংকর প্রসাদ দেবকে গত ১৬ মার্চ চট্টগ্রাম পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক (অর্থ) পদে প্রেষণে নিয়োগ দেয় সরকার। ২৪ এপ্রিল পর্যন্ত তিনি ওই পদে যোগ না দেয়ায় সোমবার এক আদেশে জানপ্রশাসন মন্ত্রণালয় বলছে, আগামী ২৬ এপ্রিলের মধ্যে শংকর প্রসাদ নতুন কর্মস্থলে যোগ না দিলে ওই দিন অপরাহ্নে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
×