ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জাসদের

প্রকাশিত: ০৪:২৫, ২৬ এপ্রিল ২০১৬

গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জাসদের

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি, সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ ও গণতন্ত্রবিরোধী কর্মকা-ের বিরুদ্ধে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আম্বিয়ার নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতৃবৃন্দ। সোমবার জাসদ ঢাকা মহানগরী শাখার সংগঠকদের এক সভায় নেতারা এসব কথা বলেন। জাসদ ঢাকা মহানগর দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক আবদুস সালাম খোকনের সভাপতিত্বে নগরীর তোপখানা সড়কের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৪ দলের শরিক জাসদ নেতৃবৃন্দ বলেন, তৃণমূলে জাসদকে ঐক্যবদ্ধ করার মাধ্যম শোষণমুক্তির সংগ্রাম অগ্রসর করে নিতে হবে। দুর্নীতি, সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ ও গণতন্ত্র বিরোধী কর্মকা-ের বিরুদ্ধে জাসদসহ সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করার বিকল্প নেই। রাজনীতিতে শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবীদের পার্শ্বচরিত্রে রাখলে চলবে না, দেশ শাসনে তাদের গঠনমূলক অবদান রাখার সুযোগ দিতে হবে বলেও মনে করেন তারা। দলের জাতীয় কাউন্সিলে উদ্ভূত বিভক্তি ও সমস্যা নিয়ে ড. মুশতাক বলেন, জাসদের মতো সংগ্রামী, ত্যাগী, ঐতিহ্যবাহী দলকে ব্যক্তি মালিকানাধীন কোম্পানিতে পরিণত করা যাবে না। জাসদ এ রকম সকল ষড়যন্ত্র রুখবে এবং তার সংগ্রামী ঐতিহ্য নিয়েই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে যাবে। সভায় আগামী ৩০ এপ্রিল শনিবার বিকেল সাড়ে চারটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মহান মে দিবস উপলক্ষে জাসদের সমাবেশ ও মিছিল সফল করতে সকল কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন, জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, মঞ্জুর আহমেদ, করিম শিকদার, মোঃ মোহসীন, ইউনুসুর রহমান, আসাদুজ্জামান জাকির প্রমুখ। শাহজালালে সাড়ে ৩ কেজি সোনাসহ যাত্রী আটক স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৩ কেজি অবৈধ স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। তার নামঃ হাবিবুর রহমান । সোমবার সকাল ৯টায় তাকে গ্রেফতার করা হয়।
×