ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রিন্সের বিদায়

প্রকাশিত: ০৪:১৮, ২৬ এপ্রিল ২০১৬

প্রিন্সের বিদায়

এরিক ক্ল্যাপটন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিন্সকে সত্যিকার প্রতিভাবান সুরকার হিসেবে উল্লেখ করে এবং ‘হলি মাদার’ গানটির প্রেরণা প্রয়াত সুরকার প্রিন্স ছিল বলে উল্লেখ করেন। গত শনিবার ফেসবুকের এক পোস্টে এরিক ক্ল্যাপটন তাঁর জীবনে প্রিন্সের ভূমিকা ও নিজের অন্ধকার সময়ের কথা তুলে ধরেন। ‘তখন আমি সঙ্গীত জীবন হতে সম্পূর্ণ বিচ্ছিন্ন। অন্ধকার জীবন, মাদক-মদ এসব ছিল আমার নিত্যসঙ্গী। জীবনের এমন সন্ধিক্ষণ আমি কানাডার একটি সিনেমা হলে ‘পার্পল রেইন (চঁৎঢ়ষব ৎধরহ) দেখি। আমার কোন ধারণা ছিল না কে এই প্রিন্স? কিন্তু, বিদ্যুত স্পর্শের মতো প্রিন্স আমাকে আমূল পরিবর্তিত করে। হোটেলে ফিরে এসেই আমি হলি মাদার (ঐড়ষু গড়ঃযবৎ) গানটি লিখি। তখন আমার মাঝে বিশ্বাস ও যন্ত্রণা দুটোয় কাজ করেছিল’ ব্লুজ সুর স্রষ্টা ক্ল্যাপটন প্রিন্সের অকাল প্রয়াণে অত্যন্ত ব্যথিত বলেও উল্লেখ করেন। প্রিন্সের এমন হঠাৎ প্রয়াণে অনেকেই বিস্মিত। কমেডিয়ান ডেভ চ্যাপেল প্রিন্সের মৃত্যুকে ৯/১১ ঘটনার সঙ্গে তুলনা করেন। তাঁর এই মৃত্যুকে ঘিরে এখন নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। কারণ স্বাস্থ্য সচেতন প্রিন্স মাত্রারিক্ত মাদকের ফলে মৃত্যুবরণ করবে এমনটা মানতে নারাজ অনেকেই। তবে প্রিন্সের মরদেহ তদন্ত করে এমনি অভিমত বিশেজ্ঞদের। ইতোমধ্যে তাঁর ৮০০ মিলিয়ন সম্পদের উত্তরসূরি খোঁজা হচ্ছে। জীবদ্দশায় প্রিন্স তার সম্পত্তি উইল না করায় এখন এই সম্পত্তির উত্তরাধিকার খুঁজছে আদালত। সঙ্গীত জগতের অনেক তারকাই প্রিন্সের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এবং নিজেদের কনসার্টে প্রিন্সের গান গাওয়ার মধ্য দিয়ে তাঁকে স্মরণ করেছেন।
×