ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পান্থ আফজাল

টাইমস ম্যাগাজিন ॥ প্রভাবশালীদের তালিকায় তারুণ্য

প্রকাশিত: ০৪:১৬, ২৬ এপ্রিল ২০১৬

টাইমস ম্যাগাজিন ॥ প্রভাবশালীদের তালিকায় তারুণ্য

প্রায় সাতশ’ কোটি মানুষের আবাস এই পৃথিবী। এদের মধ্যে যদি আবার সেরা ১০০ জনকে বেছে নিতে বলা হয় তবে আপনি কাকে ছেড়ে কাকে নিবেন? তবে এই অবিশ্বাস্য কাজটি বরাবরের মতো এইবারও টাইমস ম্যাগাজিন করছে! তারা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির নামের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় বিশ্ব নেতারা, প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠাতারা এবং নামী-দামী শিল্পীরা সবাই রয়েছেন। টাইমসের সম্পাদক ন্যান্সি গিবস বলেছেন, এদের তালিকায় বিশ্ব নেতা যেমন রয়েছে তেমনি রয়েছে ইউটিউবের র?্যাপ সঙ্গীত শিল্পীরা পর্যন্ত। তবে তাদের সবার মধ্যে একটা জিনিস রয়েছে। সেটা হচ্ছে তারা মানুষকে ভাবানোর ক্ষমতা রাখেন। প্রকাশ করা ওই তালিকাটি তারা পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা করেছে। ‘পাইওনিয়ার’, ‘টাইটান’, ‘আর্টিস্ট’, ‘লিডার’, ও ‘আইকন’ নামের এসব বিভাগে ঠাঁই পেয়েছেন বিভিন্ন পেশা ও খাতের মানুষ। এ বছরের ১০০ প্রভাবশালীর মধ্যে ৪০ জন নারী। চলতি বছরের তালিকা প্রকাশ উপলক্ষে টাইম ম্যাগাজিন ছয়টি বিশেষ প্রচ্ছদ প্রকাশ করেছে। এসব প্রচ্ছদে আছেন এ বছরের অস্কারজয়ী বলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও, নিকি মিনাজ, ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্ট্রিন লাগার্দে, লিন ম্যানুয়েল মিরান্দা এবং বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বাকিরা হলেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই, টেনিস তারকা সানিয়া মির্জা, ই-কমার্স কোম্পানি ফ্লিপকার্টের প্রতিষ্ঠাতা শচিন বনসাল ও বিন্নি বনসাল, ডক্টর রাজ পাঞ্জাবি, পরিবেশবাদী সুনিতা নারাইন এবং কৌতুকাভিনেতা আজিজ আনসারি। তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান এবং আরো দুই রাজনীতিকসহ দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে নামা চারজন। এ চারজন হলেন হিলারি ক্লিনটন, বার্নি স্যান্ডার্স, ডোনাল্ড ট্রাম্প ও টম ক্রুজ।আছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং, জার্মানির চ্যান্সেলর এ্যাঞ্জেলা মারকেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গবর্নর রঘুরাম রাজন এবং মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী আউং সান সু চি প্রমুখ। এ বছরের বিশ্বের শীর্ষ প্রভাবশালীর তালিকায় থাকা বয়সে সবচেয়ে ছোট অলিম্পিকে সাঁতারে সোনাজয়ী ১৯ বছরের কাতি লেডেচকি এবং সবচেয়ে বয়সী শিল্পী ইয়াওই কুসামা। প্রিয়াঙ্কা চোপড়া বাজিরাও আর মস্তানিকে ছাপিয়েও নজর কেড়েছিল কাশীবাঈয়ের উপস্থিতি। কারণ একটাই, চরিত্রাভিনেতা প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড হোক বা হলিউড, স্ক্রিনে তাঁর উপস্থিতি লাইমলাইট কেড়ে নিতে বাধ্য। সেই প্রতিভা এবার স্বীকৃতি পাচ্ছে ‘টাইম ম্যাগাজিন’-এও? ‘টাইম’ পত্রিকায় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের তালিকায় অস্কার বিজয়ী লিওনার্দো দি ক্যাপ্রিও, ফেসবুকে সিইও মার্ক জুকারবার্গের সঙ্গে স্থান করে নিয়েছেন প্রিয়াঙ্কাও? বলিউডের একাধিক সিনেমা তো বটেই, সম্প্রতি বিখ্যাত আমেরিকান টিভি সিরিজ ‘ ‘কোয়ান্টিকো’র লিড রোল তাঁকে বিশ্বের নজরে এনেছে। তাই বলা যায়, বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বৃহস্পতি এখন তুঙ্গে। বলিউডের গি পেরিয়ে তিনি এখন হলিউডে শক্ত অবস্থান তৈরি করতে ব্যতিব্যস্ত। কয়েক দিন আগে অস্কার মঞ্চে উপস্থাপিকার ভূমিকায় দেখা গেছে সাবেক এই বিশ্বসুন্দরীকে। ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক সাফল্য পেয়ে আসছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। এই তো চলতি বছরের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে পেয়েছেন দেশটির সর্বোচ্চ সম্মানসূচক বেসামরিক পুরস্কার পদ্মশ্রী। তার আগেই পেয়েছেন পিপলস চয়েস এ্যাওয়ার্ড। তাও আবার হলিউডের প্রথম যাত্রায়। ক্যারিয়ারে এরকম কত কি? এবার এই অভিনেত্রীর সাফল্যের মুকুটে যোগ হয়েছে আরেকটি পালক অর্থাৎ টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ১০০ ব্যক্তির তালিকায় নিজের স্থান করে নেয়া। টাইম ম্যাগাজিনের খবরটা পেয়ে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা। তাঁর টুইট, ‘কী ভাল শুরু হলো দিনটা! টাইম ১০০ বিজয়ীদের তালিকায়! কৃতজ্ঞ, উচ্ছ্বসিত, নিজেকে আশীর্বাদ ধন্য বলে মনে হচ্ছে!’ তবে প্রিয়াঙ্কার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তাঁর সহ-অভিনেতা ডোয়েন জনসন। ‘কোয়েন্টিকো’র পর এবার হলিউড সিনেমা ‘বেওয়াচ’-এর লিড রোলও ঝুলিতে পড়েছেন প্রিয়াঙ্কা? আর সেই সিনেমাতেই ডোয়েনের সঙ্গে স্ক্রিনশেয়ার করছেন তিনি। সহ-অভিনেত্রীর প্রতি তাঁর শ্রদ্ধা যে কতটা, ডোয়েনের উচ্ছ্বসিত প্রশংসাতেই তা স্পষ্ট। তাঁর চোখে প্রিয়াঙ্কা ‘উঠতি তারকা’, যাঁর স্থির লক্ষ্য, আত্মসম্মান অনুকরণযোগ্য। প্রিয়াঙ্কা জানেন, কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই। অস্কারজয়ী সুপারস্টার ডি-ক্যাপ্রিও ১৯৯৭ সালে তাবত পৃথিবীর বুকে ঝড় তুলেছিল জ্যাক- রোজের প্রেম কাহিনী। টাইটানিক দুর্ঘটনায় জ্যাকের মৃত্যুতে চোখের পানি ফেলেননি এমন পাষাণ সম্ভবত খুঁজে পাওয়া যাবে না। জেমস ক্যামেরনের এই সেলুলয়েড প্রেম কাহিনী লাইলী-মজনু কিংবা দেবদাস-পার্বতীর মতই ঠাঁই করে নিয়েছে মানুষের মুখে মুখে। ১৯১২ সালেও মানুষের চোখ এত সিক্ত হয়নি যতটা হয়েছিল জ্যাক এবং রোজের বিচ্ছেদের কারণে। তবে সেই ব্যথা আরও তীব্রতর হচ্ছিল এই দুর্দান্ত অভিনেতার অস্কার না পাওয়ায়। সেই প্রতীক্ষার অবসান হয়েছে এবারের অস্কার সভায়। ‘রেভেন্যান্ট’ ছবির জন্য অবশেষে সেরা অভিনেতার সম্মান পেলেন এই বছর লিও। অন্যদিকে এই গুণী অভিনেতা স্থান করে নিলেন টাইমস ম্যাগাজিনে বিশ্বের ১০০ জন প্রভাবশালীদের তালিকায়। যেন সেরের উপর সোয়া সের! পরিচালক জেমস ক্যামেরন স্পাইডার-ম্যানের চিত্রনাট্যটি লিখেছিলেন লিওনার্দোকে ভেবেই। মধ্য আমেরিকার বেলিজের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে অবস্থিত একটি দ্বীপের মালিক এই লিও। সেখানে তিনি আবার পরিবেশবান্ধব রিসোর্ট নির্মাণের পরিকল্পনা করছেন। ‘টাইটানিক’ অস্কারে মনোনয়ন পেলেও সে অনুষ্ঠানে যেতে অপারগতা প্রকাশ করেছিলেন এই জেদি অভিনেতা। এ অবাধ্যতার জন্য জেমস ক্যামেরন তাকে ‘স্পয়েল্ড পাংক’ বলে অভিহিত করেছিলেন। পোষা কচ্ছপ রয়েছে তার, পশুপ্রেমীও বটে! গত বছর নেপালে বাঘ রক্ষার জন্য দান করেন ৩ মিলিয়ন ডলার। এছাড়া এ বছর সামুদ্রিক প্রাণী রক্ষায় ৩ মিলিয়ন ডলার দান করেছিল লিওর ফাউন্ডেশন। টেনিসস্টার সানিয়া মির্জা পেশাদার ভারতীয় টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা। গ্লামারাস এই তারকা ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত এক দশক ধরে ভারতীয় টেনিস অঙ্গনে এক নম্বর অবস্থান করা সর্বোচ্চ রেকর্ডধারী ভারতীয় খেলোয়াড়। পরবর্তীতে তার একক প্রতিযোগিতায় তার অবসর গ্রহণের পর থেকে অঙ্কিতা রায়না শীর্ষ স্থান দখল করেন। এই বছর এই হার্টথ্রব তারকা স্থান করে নিয়েছে টাইমস ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের ১০০ জন প্রভাবশালীর তালিকায়। সানিয়া ১৯৮৬ সালের ১৫ ডিসেম্বর ক্রীড়া সাংবাদিক ইমরান মির্জা এবং নাসিমার ঘরে ভারতের মুম্বাই মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি এবং তার ছোট বোন আনাম ভারতের অন্ধপ্রদেশ, হায়দ্রাবাদের একটি মুসলিম পরিবারে প্রতিপালিত হন। তিনি ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক গুলাম আহমেদ এবং পাকিস্তানের আসিফ ইকবালের আত্মীয়। সানিয়া পাকিস্তানী ক্রিকেটার সোয়েব মালিককে বিয়ে করেছিলেন; কিন্তু বেশিদিন তা টেকেনি। জুকারবার্গ ও স্ত্রী প্রিসিলা চ্যান তারুণ্যের জয় আটকিয়ে রাখা যায় না। বাঁধ ভাঙ্গা তীব্র জোয়ারে সাফল্যের দ্বারপ্রান্তে তারুণ্যের এই তরী পৌঁছাবেই। আর সেই প্রমাণ আবারও বিশ্ববাসীর সামনে হাজির করলেন তরুণ উদ্যোক্তা ফেসবুকের প্রধান নির্বাহী পরিচালক (সিইও) মার্ক জুকারবার্গ। ২০১০ সালের মতো ২০১৬ সালেও ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে মার্ক জুকারবার্গ বিশ্বের অন্যতম সাপ্তাহিক টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে ঠাঁই করে নেন। তবে এইবার প্রচ্ছদে তিনি শুধুই একা নন, তার সঙ্গে সহধর্মিণী প্রিসিলা চ্যানও রয়েছেন। উল্লেখ্য, ২০১০ মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিন ওই বছরেই তাকে ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে মনোনীত করে। অসংখ্য অর্জনের এই নাবিক ২০১৩ সালে পৃথিবীর সেরা সিইও নির্বাচিত হয়েছেন। নিজের অফিসের কর্মীদের ৯৯ ভাগ জনপ্রিয়তার ভিত্তিতে জুকারবার্গ এ শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। মার্ক জুকারবার্গ প্রিসিলা চ্যান কে বিয়ে করেন ১৯ মে ২০১২ সালে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের পালো আলতোয় জুকারবার্গের নিজ বাসভবনে বিয়ের অনুষ্ঠাটি হয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিতরা বিয়ের কথা জানতেন না। তারা ভেবেছিলেন চ্যানের গ্র্যাজুয়েশন উদযাপনের জন্যই এই অনুষ্ঠান। কিন্তু এই অনুষ্ঠানেই নিজের নকশা করা রুবি পাথরের একটি আংটি কনে চ্যানকে পরিয়ে দেন জুকারবার্গ। জুকারবার্গ ও তাঁর বান্ধবী প্রিসিলা চ্যান বিয়ের আগে থেকেই এক বাড়িতে থাকতেন। তাঁদের ফেসবুক রিলেশনশিপ স্ট্যাটাসে লেখা ছিল ‘ইন অ্যা রিলেশনশিপ’। বিয়ের পরে তা পাল্টে লেখা হয় ‘ম্যারেড’। র‌্যাপ সঙ্গীতশিল্পী নিকি মিনাজ ভাগ্যই বলতে হবে নিকি মিনাজের। টাইমস ম্যাগাজিনে বিশ্বের ১০০ জন প্রভাবশালীদের তালিকায় তার নাম উঠে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের র‌্যাপ এই সঙ্গীতশিল্পী তার ‘এ্যানাকোন্ডা’ গানের মিউজিক ভিডিওর কল্যাণে ইতিহাস হতে চলেছেন। নিজেকে নতুনভাবে উপস্থাপন করে অন্য সবার মতো মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষকেই খুশি করে ফেলেছেন তিনি। বিনিময়ে মিনাজের মোমের মূর্তি তৈরি হয়েছে সেখানে। ২০ জন শিল্পীর ছয় মাসের পরিশ্রমে তৈরি হয়েছে তার এ মূর্তি, যেটি শোভা পাচ্ছে লাস ভেগাসে অবস্থিত মাদাম তুসো জাদুঘরে। উল্লেখ্য, নিকি মিনাজই একমাত্র নারী র‌্যাপ সঙ্গীতশিল্পী, যিনি ঠাঁই পেলেন মোমের মূর্তির জন্য বিখ্যাত এ জাদুঘরে। ভাগ্যই বলতে হবে নিকি মিনাজের। যুক্তরাষ্ট্রের র‌্যাপ সঙ্গীতশিল্পী নিকি মিনাজ ইতোপূর্বে ভক্তদের সামনে অনেকভাবেই হাজির হয়েছেন। এ কারণে তিনি যেমন আলোচিত হয়েছেন তেমনি সমালোচিতও হয়েছেন। গুগল সিইও সুন্দর পিচাই ভারতের চেন্নাইয়ের মধ্যবিত্ত পরিবার থেকে কর্পোরেট দুনিয়ার শীর্ষে উঠে আসা তো কল্পনাকেও হার মানায়! গুগলে নব্য সিইও হিসেবে নিয়োগ পাওয়া সুন্দর পিচাই সেই অসম্ভবকে সম্ভব হিসেবে দিক নির্দেশনা দিতে পারে দারিদ্র্যের সঙ্গে লড়াই করা বাংলাদেশের বহু মেধাবী তরুণ।
×