ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবারও বাংলাদেশের চলচ্চিত্রে শতাব্দী

প্রকাশিত: ০৪:১৪, ২৬ এপ্রিল ২০১৬

আবারও বাংলাদেশের চলচ্চিত্রে শতাব্দী

স্টাফ রিপোর্টার ॥ প্রায় দেড় যুগ পর বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়। চিত্রনায়িকা ববি হক প্রযোজিত ‘বিজলি’ চলচ্চিত্রে অভিনয়য়ের মাধ্যমে আবারও এদেশে চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় ‘বিজলি’ চলচ্চিত্রের মহরত। এ অনুষ্ঠানে যোগ দিতে প্রায় দেড় যুগ পর আবারও ঢাকায় আসেন শতাব্দী রায়। মহরত অনুষ্ঠানে তিনি বলেন, আমি আমার ফিল্ম ক্যারিয়ারের একটা সময় অনেকগুলো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করেছি। এমনকি অনেক ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার চলচ্চিত্রে কাজ করেছি। কিন্তু বর্তমানে রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় চলচ্চিত্রে আর আগের মতো সময় দিতে পারি না। কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রের প্রতি ভাললাগা আমার আগেরই মতোই আছে। শতাব্দী রায় বলেন, কিছুদিন আগে ‘বিজলি’ চলচ্চিত্রে কাজ করার জন্য ববি যখন আমাকে বলেন তখন আমি হাসিমুখে কাজ করব না জানিয়ে দেই। কিন্তু সে নাছোড়বান্দা। আমার প্রতি তার শ্রদ্ধা আর সম্মানবোধ আর ভালবাসার টানেই আবারও বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। আশা করি কাজটি খুব ভাল হবে। মহরত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, সহ-সভাপতি সোহানুর রহমান সোহান, ইলিয়াস কাঞ্চন, দিলারা জামান, জাহিদ হাসান, আহমেদ রুবেল, ববি প্রমুখ। এ সময় অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, ‘বিজলি’ চিত্রনায়িকা ববির প্রযোজনায় প্রথম চলচ্চিত্র। আমরা আশা করছি প্রথমবার প্রযোজনায় ববি সফল হবেন। এছাড়া আমি এই চলচ্চিত্রটির সার্বিক সফলতা কামনা করি। ‘বিজলি’ চলচ্চিত্রের পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, শতাব্দী রায়কে একজন বিজ্ঞানীর চরিত্রে দেখা যাবে। সেখানে তার নাম ড. জেরিন। সায়েন্স ফিকশন ঘরানার এ চলচ্চিত্রে তাকে বেশ মানাবে বলে আমি বিশ্বাস করি। আর জাহিদ হাসানের চরিত্রটি থাকবে এ চলচ্চিত্রের দর্শকদের জন্য একটি বিশেষ চমক। ইফতেখার চৌধুরীর নিজের লেখা গল্পে নির্মিত এই চলচ্চিত্রটি প্রযোজনার পাশাপাশি সুপার ওম্যানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ববিকে। এখানে তার নায়ক ওপার বাংলার রণবীর। জানা গেছে গতকাল সোমবার থেকে দার্জিলিংয়ে শুরু হওয়া ‘বিজলী’ চলচ্চিত্রের শূটিং চলবে টানা এক মাস। এরপর আগামী মে মাসের শেষের দিকে সিলেটে শুরু হবে শূটিং। তারপর কয়েকটি দেশে হবে এর দৃশ্যধারণের কাজ।
×