ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লায়লা হাসান ও শাহীন সামাদকে সংবর্ধনা

প্রকাশিত: ০৪:১৩, ২৬ এপ্রিল ২০১৬

লায়লা হাসান ও শাহীন সামাদকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ একুশে পদকপ্রাপ্ত দুই গুণী শিল্পীকে সংবর্ধনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ। দর্শন বিভাগের সাবেক ছাত্রী ও স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক লায়লা হাসান ও শাহিন সামাদের সম্মানে ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ এ্যালামনাই এ্যাসোসিয়েশন (ডুপডা) সম্প্রতি এই অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের এ্যালামনাই ফ্লোরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। দর্শন বিভাগের চেয়ারম্যান এবং ডুপডার সভাপতি অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডুপডার সাধারণ সম্পাদক মোঃ আবদুস সাত্তার মিয়াজী। অনুষ্ঠানে কণ্ঠযোদ্ধা লায়লা হাসান ও শাহিন সামাদ তাদের অনুভূতি তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে ড. ফারজানা ইসলাম বলেন, আমাদের সমাজে অস্থিরতা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এ অস্থিরতা দূর করা এবং সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সমাজ দর্শন, ধর্ম দর্শন ও নীতি দর্শনের নিয়মিত চর্চা একান্ত অপরিহার্য। অন্যথায় সমাজে অস্থিরতা রোধ করা অসম্ভব হয়ে পড়বে। তিনি বলেন, আমাদের বৈষয়িক উন্নতির সঙ্গে আত্মিক উন্নতি সাধনও অপরিহার্য। অন্যথায় বৈষয়িক উন্নতি অর্থহীন হয়ে পড়বে। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের জনপ্রিয় শিল্পী, যারা দর্শন বিভাগের সাবেক ছাত্রছাত্রী ছিলেন তাঁদের সঙ্গে শব্দসৈনিক শাহিন সামাদও গান পরিবেশন করেন। অনুষ্ঠানে স্বাধীনতা পদকপ্রাপ্ত সৈয়দ হাসান ইমামও উপস্থিত ছিলেন। হাসান ইমামের নান্দনিক কবিতা আবৃত্তি ও শিল্পীদের গান পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
×