ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কাজীপুরে বাস চাপায় শিক্ষক নিহত

প্রকাশিত: ০৪:১৩, ২৬ এপ্রিল ২০১৬

কাজীপুরে বাস চাপায় শিক্ষক নিহত

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সোমবার সকালে সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের সীমান্ত বাজার এলাকায় বাস চাপায় মোকলেসুর রহমান (৪৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্কুলের ছাত্রছাত্রীরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে বিআরটিসির যাত্রাবাহী একটি বাস কাজীপুর থেকে ঢাকায় পথে বাসটি সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের সীমান্ত বাজার এলাকায় পৌঁছলে শিক্ষক মোকলেসুর রহমানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। সৈয়দপুরে শিশু স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান, সৈয়দপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে আড়াই বছরের শিশু জারিব নিহত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর সড়ক সংলগ্ন এমইএস গেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করতেই হত্যাযজ্ঞ ॥ এরশাদ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দুই দিনে সফরে রংপুরে আসা জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, মহাজোট সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করতে দেশে একের পর এক হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে একটি গোষ্ঠী। এদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হলে এসব হত্যা বন্ধ করা সম্ভব হতো। কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়ায় খুনীরা পার পেয়ে যাচ্ছেন। সোমবার বেলা ১১টায় রংপুরে তার পল্লীনিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ঠাকুরগাঁওয়ে পাঁচ অগ্নিকা-ে ৫০ লাখ টাকার ক্ষতি নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৫ এপ্রিল ॥ সদর উপজেলার আখানগর, শিবগঞ্জ, রুহিয়া, দেবীগঞ্জ ও মল্লিকপাড়া গ্রামে ৫টি অগ্নিকা-ে ২২টি পরিবারের ৪০টি ঘর পুড়ে ছাই হয়েছে। এ দুর্ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তরা জানান, সোমবার দুপুরে আখানগর গ্রামে আর্বজনার স্তূপ থেকে অগ্নিকা-ে ৭টি পরিবারের ২০টি ঘর, শিবগঞ্জ গ্রামে ১টি পরিবারের ৩টি ঘরসহ বিপুল সংখ্যক ভষ্মীভূত হয়।
×