ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষার্থীকে মারপিট ॥ প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৪:১২, ২৬ এপ্রিল ২০১৬

শিক্ষার্থীকে মারপিট ॥ প্রতিবাদে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ শিক্ষার্থীদের ওপর এক শিক্ষকের বেদম প্রহারের প্রতিবাদে ক্লাস বর্জন করে মহাসড়ক অবরোধ করে জেলা সদরের জগদল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকালে স্কুল শুরুর পর থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ক্লাস বর্জন করে জগদল উচ্চ বিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে বসে অবরোধ করে তারা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রবিবার বিদ্যালয় চলাকালীন সময়ে দশম শ্রেণীর চার শিক্ষার্থীকে বাঁশের লাঠি দিয়ে বেদম মারপিটকারী শিক্ষক আবুল কালাম আজাদ মুন্নার বিচারের দাবিতে সেøাগান দিতে থাকেন। ওই শিক্ষকের প্রহারের আহত দশম শ্রেণীর ছাত্র রাসেল, সুমন, উজ্জল ও সোহাগ জানান, রবিবার টিফিন পিরিয়ডের পর আইসিটি শিক্ষক আবুল কালাম আজাদ মুন্না ক্লাস নিতে আসেন। এ সময় ওই চার শিক্ষার্থীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক বই না থাকার অপরাধে বাঁশের লাঠি দিয়ে বেদম মারপিট করেন। মা সমাবেশ নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২৫ এপ্রিল ॥ স্কুলে শিক্ষক এবং বাড়িতে মা এই দুয়ের সমন্বয়ে গড়ে ওঠে শিশুর ভবিষ্যৎ। শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ এবং সমন্বয়ের মাধ্যমে শিশুদের উজ্জ¦ল ভবিষ্যৎ গড়ে ওঠে। সোমবার জয়পুরহাট পুলিশ লাইন্স একাডেমি প্রাঙ্গণে মা সমাবেশ ২০১৬ অনুষ্ঠানে পুলিশ সুপার ও স্কুলের ম্যানেজিং কমিটি এ কথাগুলো বলেন। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুর রহিম, জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী প্রমুখ। অজগর অবমুক্ত নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৫ এপ্রিল ॥ পটিয়া উপজেলার গৈড়লা এলাকায় ধরা পড়েছে একটি অজগর সাপ। সোমবার দুপুরে আটকের পর সন্ধ্যায় এটি পটিয়া বন বিভাগের শ্রীমাই বিটের গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমাই বনবিট কর্মকর্তা সুলতান আহমদ, বন প্রহরী সাদেকুর রহমান, আলী আহমদ প্রমুখ।
×