ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১ লাখ ৭০ হাজার ব্যারেল ন্যাফথা বিক্রি করবে বিপিসি

প্রকাশিত: ০৪:০৩, ২৬ এপ্রিল ২০১৬

১ লাখ ৭০ হাজার ব্যারেল ন্যাফথা বিক্রি করবে বিপিসি

১ লাখ ৭০ হাজার ব্যারেল ন্যাফথা বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এজন্য আন্তর্জাতিকভাবে দরপত্র ইস্যু করা হয়েছে। চট্টগ্রাম থেকে এই পণ্য ২৬ মে থেকে ২৮ মের মধ্যে কার্গো বোঝাই হবে। বিপিসির বরাত দিয়ে রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে। দরপত্র আহ্বানের শেষ সময় ধরা হয়েছে আগামী ১০ মে। দরপত্র জমা দেয়া যাবে ১৭ মে পর্যন্ত। ৫ সপ্তাহ দরপতনের পর ন্যাফথার এশিয়ার বাজার যখন চাঙ্গা, ঠিক সেই মুহূর্তে এ দরপত্র আহ্বান করল বিপিসি। সর্বশেষ কার্যদিবসে এশিয়ার বাজারে একটন ন্যাফথা বিক্রি হয় ৭০.৯৫ ডলার। এশিয়ার বাজার বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ কোরিয়ায় ন্যাফথার চাহিদা বেড়ে যাওয়ায় এ বাজার ঘুরে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারিতে রাষ্ট্র মালিকানাধীন তেল কোম্পানি বিপিসি জাপানের বাজারে লেনদেন করা ইটুচু কোম্পানির কাছে ১.১৯ ডলার ডিসকাউন্টে ন্যাফথা বিক্রি করে। ২০১৪ সালের নবেম্বরের পর ওই দাম ছিল সর্বনিম্ন। -অর্থনৈতিক রিপোর্টার লগ্নি পরিকল্পনা ছাঁটাই করল কেয়ার্ন ইন্ডিয়া চলতি ২০১৬-’১৭ অর্থবর্ষের জন্য লগ্নি পরিকল্পনা ছাঁটাই করল কেয়ার্ন ইন্ডিয়া। মূল অঙ্কের মাত্র এক-তৃতীয়াংশ পুঁজি ঢালবে সংস্থা, যার পরিমাণ ১০ কোটি ডলার (৬৬০ কোটি টাকা)। বিশ্ব বাজারে তেলের দাম তলানিতে ঠেকাই এর কারণ বলে জানিয়েছে সংস্থা। ২০১৫-’১৬ সালেও প্রথমে ১২০ কোটি ডলার লগ্নির পরিকল্পনা করেছিল তারা। শেষে তা কমে দাঁড়ায় ৩০ কোটি। কারণ তখন থেকেই তেলের দর নামা শুরু হয়, যা প্রভাব ফেলেছে সংস্থার আর্থিক ফলাফলে। তবে উৎপাদন আগের বছরের স্তরে বেঁধে রাখা সম্ভব হবে বলে দাবি সংস্থার। -অর্থনৈতিক রিপোর্টার
×