ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএসআরএমের ৪০ লাখ শেয়ার লেনদেনে আসবে ২ মে

প্রকাশিত: ০৩:৫৮, ২৬ এপ্রিল ২০১৬

বিএসআরএমের ৪০ লাখ শেয়ার লেনদেনে আসবে ২ মে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের ৪০ লাখ ১০ হাজার ৫২৩টি নতুন শেয়ার আগামী ২ মে বাজারে আসছে। কোম্পানির ইস্যু করা রূপান্তরযোগ্য বন্ডের শেয়ার এগুলো। ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি নিয়ে কোম্পানিটি গত বছরের ২৯ এপ্রিল বন্ডহোল্ডারদের মধ্যে এ শেয়ার ইস্যু করেছিল। আইনানুসারে এ শেয়ারে ১ বছরের লকইন ছিল। কোন শেয়ারে লকইন থাকলে নির্দিষ্ট সময় পর্যন্ত ওই শেয়ার বিক্রি, হস্তান্তর বা উপহার দেয়া যায় না। ছয়টি ব্যাংক ও একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আলোচিত শেয়ারগুলো ধারণ করছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া লিমিটেড, ফার্মার্স ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, সাবিনকো, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। জানা গেছে, বিএসআরএম লিমিটেড ২৮ টাকা প্রিমিয়ামসহ ৩৮ টাকা দরে ওই শেয়ার ইস্যু করে। এই সময়ে প্রতিষ্ঠানটি ১৫০ কোটি টাকা মূল্যের ১২% রূপান্তরযোগ্য বন্ড ইস্যু করে। ব্যাংক এশিয়া লিমিটেড ১০ কোটি টাকা, ফার্মার্স ব্যাংক লিমিটেড ২০ কোটি টাকা, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড ২০ কোটি টাকা, এনআরবি কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড ৫০ কোটি টাকা, সাবিনকো ২৩ কোটি টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ১৫ কোটি টাকা এবং বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ১২ কোটি টাকা মূল্যের বন্ড কেনে। রূপান্তরের পর ব্যাংক এশিয়া পেয়েছে ৩ লাখ ১৫ হাজার ৭৮৯টি শেয়ার। ফার্মার্স ব্যাংক ৬ লাখ ৩১ হাজার শেয়ার, মিডল্যান্ড ব্যাংক ৬ লাখ ৩১ হাজার, এনআরবি কমার্শিয়াল ব্যাংক ১৫ লাখ ৭৮ হাজার শেয়ার, স্ট্যান্ডার্ড ব্যাংক ৪ লাখ ৭৩ হাজার শেয়ার এবং বাংলাদেশ কমার্স ব্যাংক ৩ লাখ ৭৮ হাজার শেয়ার পেয়েছে। এদিকে ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি। যার মধ্য ১০ শতাংশ বোনাস আর ৫ শতাংশ নগদ। বন্ডহোল্ডাররা এ লভ্যাংশ পেয়েছে। ফলে ৩৮ টাকা শেয়ার প্রতিষ্ঠানগুলোর দাম পড়েছে প্রায় ৩৪ টাকা। রবিবারে শেয়ারটির লেনদেন হয়েছে ১৬৫ টাকা ৪০ টাকা দরে। অর্থাৎ আগের দিনের চেয়ে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর কমেছে ৬ দশমিক ৪০ শতাংশ করে। দিনটিতে কোম্পানিটির মোট ২ লাখ ৯১ হাজার ১১৯টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৪ কোটি ৯০ লাখ টাকা।
×