ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৯/১১ হামলার তদন্তের গোপন অংশ প্রকাশ করবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৩:৫৬, ২৬ এপ্রিল ২০১৬

৯/১১ হামলার তদন্তের গোপন অংশ প্রকাশ করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলা নিয়ে কংগ্রেসের উভয়কক্ষের যৌথ তদন্তের ২৮ পৃষ্ঠার গোপন অধ্যায়ের অংশবিশেষ শীঘ্রই প্রকাশ করতে পারে ওবামা প্রশাসন, যা হামলাকারীদের সঙ্গে সৌদি আরবের সম্পৃক্ততার ওপর আলোকপাত করতে পারে। নথিটি বর্তমানে ক্যাপিটাল ভবনের বেসমেন্টে একটি গোপন কক্ষে রয়েছে। খবর ইয়াহু নিউজের। প্রতিবেদনের ওই পৃষ্ঠাগুলোতে ১১ সেপ্টেম্বরের বিমান ছিনতাইকারীদের মধ্যে কয়েকজনের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় বিদেশী সমর্থনের নির্দিষ্ট সূত্রগুলোর বিষয় উল্লেখ করা হয়েছে। কংগ্রেসের দ্বিদলীয় প্যানেলের কো-চেয়ারম্যান বব গ্রাহাম ও অন্যরা বলেছেন, এই নথিতে সন্দেহের তীর সৌদি আরবের দিকেই নির্দেশ করে। যদিও সৌদি আরব এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা এই হামলায় সহায়তা করেনি। ডেমোক্র্যাটিক পার্টির ফ্লোরিডার সাবেক এই সিনেটর গ্রাহাম বলেন, তাকে এক প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, গোয়েন্দা কর্মকর্তারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন এই নথির কিছু অংশ প্রকাশ করা হবে কি-না। কংগ্রেসের যৌথ তদন্ত ও ৯/১১ কমিশনের এক সদস্য টিম রোমের বলেছেন, তিনি এই গোপন অধ্যায়টি তিনবার পড়েছেন এবং এই ২৮ পৃষ্ঠাকে ‘প্রাথমিক পুলিশ রিপোর্ট’ বলে অভিহিত করেছেন। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটিক দলের সাবেক কংগ্রেস সদস্য শুক্রবার বলেছেন, এতে সূত্র রয়েছে, অভিযোগ রয়েছে, প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং ছিনতাইকারীদের ও তারা যাদের সঙ্গে সাক্ষাত করেছেন সে বিষয়ে প্রমাণ রয়েছে। তিনি আরও বলেন, ওই সময়ে ৯/১১ কমিশনের করা তদন্ত ও পর্যালোচনার সব ধররের তথ্য রয়েছে এতে। অসমে বন্যায় ৪৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অসমে বন্যার প্রথম ধাক্কায় চারটি জেলার প্রায় ৪৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সোমবার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে, বুড়হিদিহিং ও দেশাঙ্গ নাগলামুরাগা নদীর পানি শিবসাগর এলাকায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এ পর্যন্ত চারটি জেলার এক হাজার ১৮ হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। লখিমপুর, জোরহাট, শিবসাগর ও চারাইদেও জেলার প্রায় ৪৫ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। তল্লাশি ও উদ্ধার কাজের জন্য চারাইদেও জেলায় সেনাবাহিনী, জাতীয় দুর্যোগ ত্রাণ বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য দুর্যোগ ত্রাণ বাহিনী (এসডিআরএফ) মোতায়েন করা হয়েছে।
×