ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে পৃথক ৫ টি অগ্নিকান্ডে ৫০ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ০২:০৮, ২৫ এপ্রিল ২০১৬

ঠাকুরগাঁওয়ে পৃথক ৫ টি অগ্নিকান্ডে ৫০ লাখ টাকার ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ সদর উপজেলার আখানগর, শিবগঞ্জ, রুহিয়া, দেবীগঞ্জ ও মল্লিকপাড়া গ্রামে পৃথক ৫টি অগ্নিকান্ডে ২২টি পরিবারের ৪০টি ঘড় পুড়ে ছাই হয়েছে। এ দূর্ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায় । ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্থরা জানান, সোমবার দুপুরে আখানগর গ্রামে আর্বজনার এক স্তুপ থেকে এক অগ্নিকান্ডে ৭টি পরিবারের ২০ টি ঘড়, শিবগঞ্জ গ্রামে ১টি পরিবারের ৩টি ঘড়, দেবীগঞ্জ গ্রামে ৩টি পরিবারের ৫টি ঘড় ও রবিবার রাতে রুহিয়ায় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের বাড়ির ১টি ঘড় এবং শুখানপুখরী মল্লিকপাড়া গ্রামে বৈদ্যূতিক সর্ট সার্কিট থেকে এক অগ্নিকান্ডে ওই গ্রামের কামিনী কুমার, রমেশ চন্দ্র, রতন কুমার, নিখিল রায়, বীরেন্দ্র নাথ, মহেন চন্দ্র, কুসুদেবসহ ৯টি পরিবারের ২০টি ঘড় পুড়ে যায়। ৫টি অগ্কিান্ডে ঘড়ে থাকা নগদ অর্থ, কাপড়-চোপড়, আসবাপত্র, ধান, চাল গমসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায় এবং এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্থ অধিকাংশ পরিবারের লোকজনকে খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে। প্রশাসনের কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগীতার আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে শুখানপুখর ইউপি’র চেয়ারম্যান ফয়জুল হক পলাশ জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগীতা প্রদান করা হয়েছে। প্রশাসনের উর্ধতন ব্যক্তিদের বিষয়টি জানানো হয়েছে। সরকারিভাবে দ্রুত ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগীতা প্রদান করা হলে তারা উপকৃত হবে।
×