ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুলাই ইউপি নির্বাচনে ভয়ভীতি দেখানোর পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশিত: ০০:৪৭, ২৫ এপ্রিল ২০১৬

দুলাই ইউপি নির্বাচনে ভয়ভীতি দেখানোর পাল্টাপাল্টি অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ সুজানগর উপজেলার দুলাই ইউপি নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যানপ্রার্থী ও স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে নির্বাচনী কাজে বাধা দেয়াসহ ভোটকেন্দ্র দখলের পায়তারার অভিযোগ করেছে। সোমবার পাবনা প্রেসক্লাব মিলনায়তনে দুপুরে দুলাই ইউপি নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী মোঃ রেজাউল করিম বাচ্চু মোল্লা অভিযোগ করেছেন, উপজেলার চেয়ারম্যান আবুল কাশেম ও তার ছেলের নেতৃত্বে ভোটারদের বাড়ি গিয়ে গিয়ে নৌকা প্রতীকে সিল মারার জন্য চাপ প্রয়োগসহ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করছে। সংবাদ সম্মেলনে সাতবাড়িয়া ইউনিয়নের স্বতন্ত্র চেযারম্যানপ্রার্থী মো. আবুল হোসেন, হাটখালি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারমানপ্রার্থী আব্দুর রশিদ মাস্টার ও একই অভিযোগ করে জানিয়েছেন, প্রতিপক্ষ নৌকা প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী তাদের ভোটারদের ভয়ভীতি দেখানোসহ ভোটকেন্দ্র দখলের নানা পায়তারা চালাচ্ছে। অপর দিকে দুলাই ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যানপ্রার্থী সিরাজুল ইসলাম শাজাহান রবিবার পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে জানান, নৌকাকে হারাতে স্থানীয় এমপি, সুজানগর পৌর মেয়র ও কতিপয় আওয়ামীলীগ নেতা একজোট হয়েছে। তারা নৌকা প্রতীকের বিরুদ্ধে একজোট হয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. রেজাউল করিম বাচ্চু মোল্লার পক্ষে কাজ করছেন। শুধু তাই নয় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকাশ্যে স্বতন্ত্রপ্রার্থী রেজাউল করিম বাচ্চু মোল্লার পক্ষ নিয়ে নৌকার সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে। রোববার দুপুরে পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ সব অভিযোগ করেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও আওয়ামীলীগ মনোনীত দুলাই ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম শাজাহান।
×