ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তনু হত্যার প্রতিবাদে শাহবাগে রাস্তা অবরোধ

প্রকাশিত: ১৮:২৭, ২৫ এপ্রিল ২০১৬

তনু হত্যার প্রতিবাদে শাহবাগে রাস্তা অবরোধ

অনলাইন রিপোর্টার॥ সোহাগী জাহান তনুর খুনি শনাক্ত করে গ্রেপ্তারের দাবিতে সারাদেশে বাম ছাত্র সংগঠনগুলোর হরতালের মধ্যে ঢাকার শাহবাগে সড়ক অবরোধে যান চলাচল বন্ধ রয়েছে। ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (পেট্রোল) এস এম ইমানুল ইসলাম জানান, প্রগতিশীল ছাত্রজোটের সমর্থনে প্রায় আড়াইশ শিক্ষার্থী সোমবার সকাল সাড়ে ৭টার দিনে শাহবাগে অবস্থান নেয়। তাদের অবরোধের কারণে চার রাস্তার কোনো দিকেই যান চলাচল করতে পারছে না। কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী তনু গত ২০ মার্চ ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকার মধ্যে খুন হন। এরপর খুনি শনাক্ত না হওয়ায় এবং ময়নাতদন্তে ধর্ষণের আলামত না পাওয়ায় এর সুষ্ঠু তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করে বাম ছাত্র সংগঠনগুলো গত ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ে যায়। ওই কর্মসূচি থেকেই ২৫ এপ্রিল অর্ধদিবস হরতালের ঘোষণা দেয় প্রগতিশীল ছাত্র জোট এবং সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য।
×