ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রানা প্লাজা দুর্ঘটনা ২৪ এপ্রিল শোক দিবস ঘোষণার দাবি

প্রকাশিত: ০৮:৩২, ২৫ এপ্রিল ২০১৬

রানা প্লাজা দুর্ঘটনা ২৪ এপ্রিল শোক দিবস ঘোষণার দাবি

সংসদ রিপোর্টার ॥ সাভারের রানা প্লাজা দুর্ঘটনার দিন ২৪ এপ্রিলকে শোক দিবস ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদের) একাংশের সাধারণ সম্পাদক শিরিন আখতার। রবিবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। তিনি বলেন, জাতি, শ্রমিক, কর্মচারী সবার দাবি রানা প্লাজা দুর্ঘটনার দিনটিকে শোক দিবস হিসেবে ঘোষণা করা। সেই সঙ্গে রানা প্লাজার ওইখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করতে হবে। এ সময় তিনি নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দেয়ার আইন করারও দাবি জানান।
×