ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নৌ ধর্মঘট

সাধারণ শ্রমিকরা কর্মবিরতি চালিয়ে যাওয়ার পক্ষে

প্রকাশিত: ০৮:০৯, ২৫ এপ্রিল ২০১৬

 সাধারণ শ্রমিকরা কর্মবিরতি চালিয়ে যাওয়ার পক্ষে

স্টাফ রিপোর্টার ॥ নৌযান ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে রবিবার রাতেও একমত হতে পারেনি শ্রমিক সংগঠনগুলো। সাধারণ শ্রমিকরা ধর্মঘটে অনড় থাকার সিদ্ধান্তে অচলাবস্থা নিরসন হচ্ছে না বলে জানা গেছে। রবিবার বিকেলে ঢাকায় আর রাতে চট্টগ্রাম এবং খুলনায় সাধারণ শ্রমিকদের বৈঠকে কর্মবিরতি চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। রবিবার রাতে নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম জানান, ঢাকার বৈঠকে শ্রমিকরা বেতন বৃদ্ধির জন্য মালিকদের সময় দিয়ে ধর্মঘট প্রত্যাহারে রাজি হয়নি। অধিকাংশ সাধারণ শ্রমিক বলছেন মালিকরা এভাবে অতীতেও বেতন বৃদ্ধি করেনি। বেতন বৃদ্ধির ঘোষণা না দেয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাবেন তারা। তিনি আরও জানান, চট্টগ্রাম এবং খুলনার শ্রমিক সংগঠনগুলোর সিদ্ধান্তের দিকে তারা তাকিয়ে রয়েছে। সারাদেশে পণ্যবাহী নৌযানের টানা ৫ দিনের ধর্মঘট চলছে। ধর্মঘটে চট্টগ্রাম এবং মংলা দুই বন্দরেই অচলাবস্থা বিরাজ করছে। যদিও গত শুক্রবার যাত্রীদের দুর্ভোগ লাঘবে লঞ্চ শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে।
×