ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মে দিবসে ঢাকায় সমাবেশ করবেন খালেদা জিয়া

প্রকাশিত: ০৭:৪১, ২৫ এপ্রিল ২০১৬

মে দিবসে ঢাকায় সমাবেশ করবেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ পহেলা মে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। মে দিবস উপলক্ষে অনুষ্ঠিতব্য এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া। রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। রিজভী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করার জন্য ২৭ মার্চ শ্রমিক দল উদ্যান কর্তৃপক্ষকে অনুমতির জন্য চিঠি দিয়েছে। তখন তারা বলেছিলেন পুলিশের সম্মতিসাপেক্ষে অনুমতি দেয়ার বিষয়ে পরে জানানো হবে। কিন্তু তারা এখন পর্যন্ত অনুমতি না দেয়ায় ২২ এপ্রিল শ্রমিক দল আবার ডিএমপির কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছে। আমরা সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছি। অনুমতি পাওয়ার পর সমাবেশের প্রয়োজনীয় সার্বিক প্রস্তুতি নেব। সমাবেশ সফল করতে শ্রমিক এলাকা নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভার থেকে শ্রমিকরা যাতে আসতে পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। সরকার জনগণকে বায়োস্কোপ দেখাচ্ছেÑ নোমান ॥ ইউপি নির্বাচনে ভোট কারচুপি ও সহিংসতার সমালোচনা করে বিএনপির সিনিয়র নেতা আব্দুল্লাহ আল নোমান বলেছেন, সরকার নির্বাচনের নামে তামাশা ও জনগণকে বায়োস্কোপ দেখাচ্ছে। এমন কোন ভোটকেন্দ্র নেই, যার সামনে বন্দুকযুদ্ধ হয়নি। রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া হয়নিÑ নজরুল ॥ দেশের প্রচলিত আইন অনুসারে রানা প্লাজার নিহত, আহত ও পঙ্গু শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়ার কথা থাকলেও তা এখন পর্যন্ত দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম খান। রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল’ নামক একটি সংগঠন আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পঙ্গু ছাত্রদল নেতাকে আর্থিক সহায়তা ॥ সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে পঙ্গু হওয়া মিরপুর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক আওলাদ হোসেনকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অর্পণ’র পক্ষ থেকে তিনি তাকে এ সহায়তা দেন।
×