ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রেকর্ডের সামনে নাদাল

প্রকাশিত: ০৬:৩৫, ২৫ এপ্রিল ২০১৬

রেকর্ডের সামনে নাদাল

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনা ওপেনে অপ্রতিরোধ্য রাফায়েল নাদাল। দারুণ খেলেই শনিবার টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেন স্পেনের এই টেনিস তারকা। দিনের অন্য সেমিফাইনালে জয় পেয়েছেন জাপানের কেই নিশিকোরি। শিরোপা জয়ের লড়াইয়ে এখন এই দুই তারকা একে অপরের মুখোমুখি হবেন। ইউরোপীয়ান ক্লে কোর্ট মৌসুমের দারুণ এক সূচনার ধারাবাহিকতা বজায় রেখে নাদাল একের পর এক জয় তুলে নিচ্ছেন। গত সপ্তাহে মন্টে কার্লো মাস্টার্স শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। এবার বার্সিলোনা ওপেনেও দুর্দান্ত। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতায় জার্মানির ফিলিপ কোশ্রেইবারের বিপক্ষে সেমিফাইনালে ৬-৩, ৬-৩ গেমের সরাসরি সেটের জয় তুলে নিয়েছেন নাদাল। ১৪টি গ্র্যান্ডসø্যাম জয়ী নাদাল এখন আর্জেন্টাইন কিংবদন্তি গুয়েলারমো ভিয়ার ৪৯ ক্লে কোর্ট শিরোপা থেকে মাত্র একটি জয় দূরে রয়েছেন। তবে এজন্য নাদালকে নিশিকোরির বার্সিলোনায় টানা ১৪ জয়ের রেকর্ডকে থামাতে হবে। সেমিফাইনালে ফ্রেঞ্চ ষষ্ঠ বাছাই বেনোয়িট পেয়ারেকে ৬-৩, ৬-২ সেটে পরাজিত করেছেন নিশিকোরি। চলতি সপ্তাহে এখনও কোন সেটে পরাজিত হননি রাফায়েল নাদাল ও কেই নিশিকোরি। বার্সিলোনায় নবম শিরোপা জয়ের পথে নাদালকে অবশ্য জাপানীজ তারকার কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে। সে বিষয়টি বেশ ভালই অনুধাবন করতে পারছেন নাদাল। আর তাইতো এক সাক্ষাতকারে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা বলেন, এতে কোন সন্দেহ নেই যে, বিশ্বের অন্যতম একজন সেরা খেলোয়াড়ের বিপক্ষে লড়াইটা মোটেই সহজ হবে না। এজন্য অব্যশই আমাকে প্রস্তুতি নিতে হবে এবং নিজের সেরা খেলাটাই উপহার দিতে হবে।’ আর বার্সিলোনায় নিশিকোরিও স্বাচ্ছন্দ্য বোধ করেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি বার্সিলোনাকে অনেক ভালবাসি। এই কোর্টে খেলতে সবসময়ই স্বাচ্ছন্দ্য বোধ করি আমি। গত তিন বছর ধরেই এখানে দারুণ উপভোগ্য সময় পার করছি আমি। আশাকরি আগামীকালও এখানে আমার সেরা খেলাটাই উপহার দিতে পারব।’
×