ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গোয়েন্দা রিপোর্ট

স্কুল ছাত্রীদের গোপনে কারাতে প্রশিক্ষণ দিচ্ছে জামায়াত

প্রকাশিত: ০৬:৩৩, ২৫ এপ্রিল ২০১৬

স্কুল ছাত্রীদের গোপনে কারাতে প্রশিক্ষণ দিচ্ছে জামায়াত

স্টাফ রিপোর্টার ॥ স্কুল ছাত্রীদের কারাতে প্রশিক্ষণ দিচ্ছে জামায়াত-শিবির! তাও আবার স্কুল প্রাঙ্গণেই। দেশের একাধিক স্থানে এ কার্যক্রম চালাচ্ছে তারা। রাজশাহী মহানগরীর খড়খড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের কারাতে প্রশিক্ষণের আড়ালে শিবির সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে মর্মে সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন নিয়ে মাঠে নেমেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। জানা গেছে, গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পেয়ে ঘটনা অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে কাজ করছে অধিদফতর। কাজও প্রায় শেষ পর্যায়ে। মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক এলিয়াছ হোসেন জনকণ্ঠকে বলেছেন, হ্যাঁ এ ধরনের একটি গোয়েন্দা রিপোর্ট পেয়ে আমরা তদন্ত করছি। ইতোমধ্যেই তদন্ত শেষ হয়ে এসেছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন জমা হয়। এরপর মন্ত্রণালয়ের নির্দেশে এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে অধিদফতর। তদন্ত কর্মকর্তারা হলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক (সেসিপ) ও রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা। তাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, রাজশাহী মহানগরীর খড়খড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিবির কর্মী কর্তৃক ছাত্রীদের কারাতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রমও চালাচ্ছে শিবির। গোয়েন্দা সংস্থা কিছু অনুসন্ধান ও সুপারিশসহ এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়কে দেয়। মন্ত্রণালয় চিঠিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে পাঠিয়েছে। এর আগে ২০১১ সালের ৪ মার্চ রাজশাহীর পবা উপজেলার হরিপুর ভাটাপাড়ায় জামায়াত-শিবিরের একটি গোপন প্রশিক্ষণ কর্মসূচী ভ-ুল করে দেয় পুলিশ। ভাটাপাড়ার নির্জন এলাকার একটি মাদ্রাসায় শিবিরের প্রশিক্ষণ শুরু হলে পবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি বন্ধ করে।
×