ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

‘মত ও পথ’ সম্মাননা পেলেন জুয়েল আইচ, বিপ্লব মাজী

প্রকাশিত: ০৬:৩৩, ২৫ এপ্রিল ২০১৬

‘মত ও পথ’ সম্মাননা পেলেন জুয়েল আইচ, বিপ্লব মাজী

স্টাফ রিপোর্টার ॥ শিল্প ও সাহিত্য বিষয়ক পাক্ষিক পত্রিকা ‘মত ও পথ’ সম্মাননা পেয়েছেন জাদুশিল্পী জুয়েল আইচ ও ভারতের কবি বিপ্লব মাজী। পত্রিকাটির সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে রবিবার বিকেলে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন কবি হাবীবুল্লাহ সিরাজী, নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায় ও চলচ্চিত্রনির্মাতা মোরশেদুল ইসলাম। অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি আবু হাসান শাহরিয়ার। আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আমাদের মধ্যে কত রকমের বিভাজন আছে এ কথা সত্য। কিন্তু সব কিছুর উর্ধে উঠে মানুষ পরিচয়েই বেড়ে উঠতে হবে। আমি বিশ^াস করি একদিন সেটা হবে। হাবীবুল্লাহ সিরাজী বলেন, আমাদের মতো নগরবাসী, নানা মোহে লোভে আক্রান্ত কিন্তু গ্রামের সরল কৃষকরা দেশপ্রেম ও মানবপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সংস্কৃতি চর্চা করছেন। অনুভূতি প্রকাশ করে জুয়েল আইচ বলেন, পুরস্কারটি পেয়ে মনে হলো আমি যা পাওয়ার নই, তাই পেলাম। তবুও যে ‘মত ও পথ’ মনে করেছে সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা থাকল। বিপ্লব মাজী বলেন, প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি ‘মত ও পথ’র আমন্ত্রণে। প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও এর আগে এ দেশের সৌন্দর্য দেখিনি। এবার দেখলাম এবং একটি সম্মাননা পেলামÑ এটা মনে রাখার মতো। পুরস্কার প্রদান শেষে বৈশাখী কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। রহমান হেনরীর সঞ্চালনায় কবিতা পাঠ করেনÑ হাবীবুল্লাহ সিরাজী, বিপ্লব মাজী, হেলাল হাফিজ, আবু হাসান শাহরিয়ার, নুরুন্নাহার শিরীন, রহমান হেনরী, রনজু রাইম, যাকির সাইদ, রফিক হাসান, এহসানুল ইয়াসিন, হেনরী লুইস, মোস্তাফিজ কারিগর, রিঙ্কু অনিমিখ, ফিরোজ আহমেদ, হেলাল উদ্দিন, দেবতনু মাজী, মাজহার সরকার, রাসেল রায়হান ও মন্দিরা এষ। যুবনাট্য উৎসবে মঞ্চস্থ মহুয়া প্রেমে ॥ ব্রাহ্মণবাড়িতে হানা দেয় বেদে সর্দার হুমরা। অপহরণ করে ছয় মাসের শিশু মহুয়াকে। পিতৃস্নেহে মহুয়াকে লালন-পালন করে হুমরা। তাকে শিখিয়ে দেয় বেদে সম্প্রদায়ের সকল আচার। এভাবে বেদে সম্প্রদায়ে বেড়ে ওঠে মহুয়া। ঘটনাক্রমে বামুনকান্দা গ্রামে ঘাঁটি গাড়ে হুমরা সর্দারের দল। সেখানেই জমিদার নদের চাঁদের সঙ্গে প্রণয় ঘটে মহুয়ার। ঘটনা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠে হুমরা। দলবল নিয়ে চলে যায় অন্যত্র। প্রেমের টানে সেখানেও হাজির হয় নদের চাঁদ। মহুয়া ও নদের পালিয়ে গিয়ে স্বপ্ন দেখে ঘর বাঁধার। তবে শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। তখন নদের চাঁদকে হত্যার জন্য মহুয়াকে নির্দেশ দেয় হুমরা। ভালোবাসার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে আত্মহননের পথ বেছে নেয় মহুয়া। শাশ্বত প্রেমের বিয়োগান্তক পরিণতি এভাবেই ধরা দেয় মহুয়া প্রেমে নামের নাটকে। রবিবার বৈশাখী সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সঙ্গীত নৃত্যকলা মিলনায়তনে মঞ্চস্থ হয় প্রযোজনাটি। পঞ্চম জাতীয় যুবনাট্য উৎসবের দ্বিতীয় দিনে নাটকটি পরিবেশন করে রংপুর নাট্যকেন্দ্র। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে দ্বীজ কানাই রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন লিটু সরকার। বিভিন্ন চরিত্রে রূপ দিয়েছেনÑ জেবিন ফারহানা, সোহাগ মিলন, লিটু সরকার, উজ্জ্বল, নুরুজ্জামান, প্রিমা জুঁই প্রমুখ। আমরা আনিব রাঙা প্রভাত সেøাগানে আট দিনব্যাপী যুবনাট্য উৎসবের আয়োজন করেছে পিপলস থিয়েটার এ্যাসোসিয়েশন (পিটিএ)। সবার জন্য উন্মুক্ত উৎসবটি নজর কেড়েছে নাট্য অনুরাগীদের। প্রতিদিন দুটি হলে সন্ধ্যা সাড়ে ৬টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় দুটি করে নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আজ সোমবার উৎসবের তৃতীয় দিনেও পরিবেশিত হবে চারটি প্রযোজনা। সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে মঞ্চস্থ হবে ঢাকার সেন্টার ফর বাংলাদেশ থিয়েটারের ‘খোয়াব’ এবং বগুড়ার আইডিয়া থিয়েটারের ‘দে ছুট’। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের প্রযোজনা ‘শেক্সপিয়র সপ্তক’ এবং ঢাকা শিল্পকলা একাডেমির নাটক ‘মুল্লুক’। কাল মঙ্গলবারও দুই হলে থাকবে চার নাটকের প্রদর্শনী। এগুলো হলোÑ নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘চুপকথা’, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কিষাণ থিয়েটারের ‘লাল সবুজের দেশে’, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ‘কবি’ এবং ঢাকার বিবেকানন্দ থিয়েটারের ‘মানবপ্রেমী বিবেকানন্দ’। সঙ্গীত মেলার দ্বিতীয় দিনের অনুষ্ঠান ॥ ‘গানে হোক জীবন সুন্দর’ সেøাগানে শিল্পকলা একাডেমির মাঠে চলছে সঙ্গীত মেলা। সম্মিলিত সঙ্গীত শিল্পী সোসাইটি আয়োজিত আট দিনের এ মেলার দ্বিতীয় দিন ছিল রবিবার। সন্ধ্যার পর জমে উঠে গানের এ আয়োজন। সুরের টানে একাডেমি মাঠে জড়ো হন অজস্র শ্রোতা।
×