ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

আশরাফসহ আট রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের ২৪তম সাক্ষীর জবানবন্দী

প্রকাশিত: ০৬:৩২, ২৫ এপ্রিল ২০১৬

আশরাফসহ আট রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের ২৪তম সাক্ষীর জবানবন্দী

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত জামালপুরের আলবদর বাহিনীর উদ্যোক্তা আশরাফ হোসেনসহ ৮ রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের ২৪তম সাক্ষী মোঃ এজাবুদ্দিন মিয়া জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দী শেষে আসামি পক্ষের আইনজীবী তাকে জেরা করেন। পরবর্তী সাক্ষীর জন্য ১৯ মে দিন নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি এম আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রবিবার এ আদেশ প্রদান করেছেন। এ সময় সাক্ষীকে সাক্ষ্যদানে সহযোগিতা করেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল, প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন ও প্রসিকিউটর জাহিদ ইমাম। আসামি পক্ষে ছিলেন আব্দুস সুবহান তরফদার। সাক্ষী তার জবানবন্দীতে বলেন, আমি মোঃ এজাবুদ্দিন মিয়া। আমার বর্তমান বয়স আনুমানিক ৪৩ বছর। আমি ১৯৯৪ সাল থেকে বাংলা একাডেমিতে কর্মরত আছি। আমি ২০১২ সাল থেকে বাংলা একাডেমিতে সহকারী গ্রন্থাগারিক হিসেবে কর্মরত আছি। এই মামলার তদন্ত কর্মকর্তা মোঃ মতিউর রহমান বিগত ২০১১ সালের ২৪ অক্টোবর বেলা দুইটা ত্রিশ মিনিটে বাংলা একাডেমির গ্রন্থাগারে রাখা ১৯৭১ সালের বিভিন্ন দৈনিক সংবাদপত্র পর্যালোচনা করেন। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদ ও রিপোর্টসমূহ স্ক্যান কপি করে তা জব্দ করেন। সাক্ষীর জবানবন্দী শেষে আসামি পক্ষের আইনজীবী তাকে জেরা করেন। এই মামলায় আটজন হচ্ছেন আসামি আশরাফ হোসেন, অধ্যাপক শরীফ আহম্মেদ ওরফে শরীফ হোসেন, মোঃ আবদুল মান্নান, মোঃ আবদুল বারী, মোঃ হারুন, মোঃ আবুল হাশেম, শামসুল হক ওরফে বদর ভাই ওই এস এম ইউসুফ আলী। ৮ রাজাকারের বিরুদ্ধে ১০টি অভিযোগ এনে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে। প্রসিকিউশন পক্ষ ঐ ১০টি অভিযোগে থেকে একটি অভিযোগ বাদ দিয়ে অন্যান্য অভিযোগ সমন্বয় করে মোট ৫টি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেন।
×