ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সবাই জনগণের কর্মচারী ॥ ইনু

প্রকাশিত: ০৬:৩১, ২৫ এপ্রিল ২০১৬

মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সবাই জনগণের কর্মচারী ॥ ইনু

বিশেষ প্রতিনিধি ॥ সরকারী কাজে নিয়োজিতরা অনির্বাচিত কর্মচারী এবং মন্ত্রীরা নির্বাচিত কর্মচারী হিসেবে জনগণের সেবা দেয়ার দায়িত্ব পালন করেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সবাই জনগণের নির্বাচিত কর্মচারী। আমরা যারা এখানে বসে আছি তারা প্রজাতন্ত্রের কর্মচারী। আমি নির্বাচিত কর্মচারী, আপনারা অনির্বাচিত কর্মচারী। আপনাদের কাজের পরিধি কর্তৃত্ব ক্ষমতা আইনে লেখা আছে, আপনারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মচারী। তেমনি যখন একজন নির্বাচিত ব্যক্তি রাষ্ট্রের কর্মে নিয়োজিত হন তিনিও কর্মচারী হিসেবে বিবেচিত হন। মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সবাই। তথ্য মন্ত্রণালয়ের কর্মচারীদের প্রশিক্ষণের জন্য ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। রবিবার সকালে সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংবিধানের ৭ নম্বর অনুচ্ছেদ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, জনগণ দেশের মালিক। মালিককে সেবা দেয়ার জন্য আমরা কর্মচারী। এ বিষয়টা ভুলে গেলে চলবে না। জনগণের সেবায় নিযুক্ত অনেকেই নিজেকে কর্মচারী মনে না করে দেশের মালিক মনে করেন। এ মনোভাব বদলাতে হবে। এ সময় তথ্য সচিব মরতুজা আহমদ বলেন, সরকার জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে নানাভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে জনগণ সেই বিষয়গুলো না জানার কারণে কাক্সিক্ষত সফলতা আসছে না। তথ্য মন্ত্রণাললেয় হিসাবে সরকারী বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। সততা ও নিষ্ঠার সঙ্গে এ দায়িত্ব পালন করাই শুদ্ধাচার কৌশল।
×