ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রেজাউল হত্যার বিচার দাবি ঢাবি ও জবি শিক্ষক সমিতির

প্রকাশিত: ০৬:২০, ২৫ এপ্রিল ২০১৬

রেজাউল হত্যার বিচার দাবি  ঢাবি ও জবি  শিক্ষক সমিতির

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর নির্মম হত্যাকা-ের প্রতিবাদ ও বিচার দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রবিবার পৃথক বিবৃতিতে সংগঠন দুটির পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান শিক্ষক নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল যৌথ বিবৃতিতে বলেন, ইতোমধ্যে অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে নির্মমভাবে হত্যার দায় স্বীকার করে একটি ধর্মান্ধ জঙ্গীগোষ্ঠী। শাবিতে মানববন্ধন সমাবেশ ॥ সিলেট থেকে স্টাফ রিপোর্টার জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাবি শিক্ষক সমিতি রবিবার বেলা ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
×