ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাবি ভিসিসহ প্রগতিশীল ২৫ শিক্ষক শঙ্কায়!

প্রকাশিত: ০৫:৪১, ২৫ এপ্রিল ২০১৬

রাবি ভিসিসহ প্রগতিশীল ২৫ শিক্ষক শঙ্কায়!

স্টাফ রিপোর্টার, রাজশাহী/রাবি সংবাদদাতা ॥ ইংরেজীর অধ্যাপক সংস্কৃতিমনা শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে প্রকাশ্য কুপিয়ে হত্যার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রগতিশীল শিক্ষকদের মধ্যে নতুন করে জঙ্গী হামলার আতঙ্ক দেখা দিয়েছে। গত দুই বছরে চিঠি অথবা মুঠোফোনে হত্যার হুমকি পেয়েছেন এমন শিক্ষকরা এখন রীতিমতো শঙ্কায় রয়েছেন। এদের মধ্যে রাবি উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের অন্তত ২৫ প্রগতিশীল শিক্ষক রয়েছেন। এদের বিভিন্ন সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন অথবা চরমপন্থী দলের পরিচয়ে দেয়া হয়েছে হত্যার হুমকি। কয়েক মাস আগে অধ্যাপক রেজাউলও এমন হুমকি পেয়েছিলেন। শনিবার জঙ্গীরা অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার পর এখন আতঙ্কের মধ্যে রয়েছেন হুমকি পাওয়া প্রগতিশীল এসব শিক্ষক। এদের মধ্যে উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকও রয়েছেন।
×