ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষক হত্যার প্রতিবাদে উত্তাল রাবি ক্যাম্পাস, শিবির নেতা আটক

প্রকাশিত: ০৫:৪০, ২৫ এপ্রিল ২০১৬

শিক্ষক হত্যার প্রতিবাদে উত্তাল রাবি ক্যাম্পাস, শিবির নেতা আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী/রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজী বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকা-ের প্রতিবাদে ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। সংস্কৃতিমনা এই অধ্যাপকের হত্যায় জড়িত জঙ্গীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার সকাল থেকে শোক মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে মৌন মিছিল ও সমাবেশ করেছে রাবি শিক্ষক সমিতি। বিভিন্ন সংগঠনের ব্যানারে দিনব্যাপী পালিত হয়েছে নানা কর্মসূচী। হত্যাকা-ের ঘটনায় পুলিশ শিবির নেতা হাফিজুর রহমানকে আটক করেছে। সে নগরীর ১৯নং ওয়ার্ডের শিবিরের সেক্রেটারি। এ ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তের জন্য রাজশাহী নগর গোয়েন্দা (ডিবি) পুলিশে হস্তান্তর করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার রাবিতে কোন বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট, প্রগতিশীল ছাত্রজোট, ছাত্রলীগ, বিপ্লবী ছাত্রমৈত্রীসহ বিভিন্ন সংগঠন শিক্ষক হত্যাকা-ের প্রতিবাদে মিছিল-সমাবেশ করে ক্যাম্পাসজুড়ে। এর আগে নির্মম এই হত্যাকা-ের প্রতিবাদে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে রাবি শিক্ষক সমিতির জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম শান্তনু বলেন, আমাদের সহকর্মীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সোমবার ও মঙ্গলবার ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচী অব্যাহত রাখা হবে। এছাড়া হত্যাকারীদের উপযুক্ত শাস্তির দাবিতে নগরীর সাহেব বাজারে মানববন্ধন, উপাচার্যকে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করা হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ ॥ সংস্কৃতিমনা রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। ইংরেজী বিভাগের কর্মসূচী ॥ সকাল ৯টায় কালো ব্যাচ ধারণ ও বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘট পালন করে ইংরেজী বিভাগের শিক্ষার্থীরা। সকাল সাড়ে দশটার দিকে বিভাগের সামনে থেকে শোক র‌্যালি বের করে তারা মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে সিনেট ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ১৫ মিনিটের জন্য প্রতীকী সড়ক অবরোধ করে মানববন্ধন করেন তারা। বেলা একটায় শহীদুল্লাহ কলা ভবনের ১৫০ নম্বর কক্ষে সংবাদ সম্মেলন করে ইংরেজী বিভাগের শিক্ষকরা। এ সময় বিভাগের সভাপতি ড. এএফএম মাসউদ আখতার আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। বরিশাল ভার্সিটিতে মানববন্ধন ॥ স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে রবিবার সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। খুবি ও কুয়েটে মানববন্ধন ॥ স্টাফ রিপোর্টার খুলনা অফিস জানায়, (রাবি) ইংরেজী বিভাগের অধ্যাপক ড. এএসএম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকা-ের প্রতিবাদে রবিবার সকালে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
×