ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৫:০৮, ২৫ এপ্রিল ২০১৬

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের সুপারিশ করেছে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে । গত বছরের আর্থিক বিবরণী পর্যালোচনা করে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ লভ্যাংশের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি ॥ বাংলাদেশ ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৯ জুন সকাল সাড়ে ১০টায় দিলকুশার বিসিআইসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৫ মে। ইসলামিক ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট ॥ ইসলামিক ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম ৫ জুন সকাল সাড়ে ১০টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট ১৫ মে। সিটি জেনারেল ইন্স্যুরেন্স ॥ সিটি জেনারেল ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির এজিএম ২২ জুন সকাল সাড়ে ১১টায় বিসিআইসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট ১৫ মে। গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি কনসলিডেটেড আয় হয়েছে দেড় টাকা।
×