ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সবচেয়ে ছোট পোল ডান্সার!

প্রকাশিত: ০৫:০৫, ২৫ এপ্রিল ২০১৬

সবচেয়ে ছোট পোল ডান্সার!

যুক্তরাষ্ট্রের মিনেসোটার সাসি কাসি (২৫) উচ্চতায় দুই ফুট ১০ ইঞ্চির হলেও তিনি বিশ্বের সবচেয়ে ছোট আকৃতির পোল ডান্সার। জন্মের ১৮ মাস পর থেকে তার উচ্চতা আর বাড়েনি। আকৃতি ছোট হলেও ছোটবেলায় সে স্বপ্ন দেখতেন তাই হয়েছেন তিনি। সাসি বলেন, আমার উচ্চতা আমার দুর্বলতা নয়; বরং নিজেকে নিয়ে গর্ব হয়। -ওয়েবসাইট প্রথম ক্যাফে ড্রোন! নেদারল্যান্ডের এইন্ডোভেন ইউনিভার্সিটি অব সায়েন্সের ২০ ছাত্রের নয় মাসের পরিশ্রমের ফসল স্বয়ংক্রিয় ‘ব্লু জে’ ড্রোন। যা খেতে আসা খদ্দেরদের কাছে খাবার পৌঁছে দেবে। এটিই বিশ্বের প্রথম ক্যাফে ড্রোন যে ওয়েটারের পরিবর্তে টেবিলে খাবার পরিবেশন করবে। প্রতিটি ড্রোন তৈরি করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই হাজার ইউরো ব্যয় করেছে। সাদা ফ্লাইং সংসারের মতো দেখতে পপ-আপ ড্রোনটির নীল দুটো চোখও রয়েছে, যাতে খদ্দেররা একে শনাক্ত করে নিজেদের মতো করে এটিকে নিয়ন্ত্রণ করতে পারেন।- এবিসি নিউজ
×