ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেই দুঃসহ স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় নেপালীদের

প্রকাশিত: ০৫:০৫, ২৫ এপ্রিল ২০১৬

সেই দুঃসহ স্মৃতি  আজও তাড়িয়ে  বেড়ায়  নেপালীদের

নেপালের রাজধানী কাঠমান্ডু ও এর আশপাশের এলাকায় ভয়াবহ ভূমিকম্পের পর এক বছর পেরিয়ে গেলেও বিপর্যয়ের সেই দুঃসহ স্মৃতি ও স্বজন হারানোর বেদনার ক্ষত এতটুকুও কমেনি। এখনও চোখ বন্ধ করলেই সেই বিভীষিকা ও স্বজনদের মুখগুলো সামনে ভেসে উঠলে যন্ত্রণায় শিউরে ওঠেন অনেকে, কত রাত যে নির্ঘুম কাটছে তার হিসাব নেই। খবর বিবিসির। গত বছরের ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ল-ভ- হয়ে যায় নেপাল, প্রাণ হারায় প্রায় নয় হাজার লোক। ভূমিকম্পের প্রথম বর্ষপূর্তিতে সোমবার ওই গ্রামে নিহতদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় বেলা ১১টা ৫৬ মিনিটে ওই অনুষ্ঠানে নিহত প্রত্যেকের নাম পাঠ করা হবে।
×