ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হিথ্রোতে ১৪ লিটার বুকের দুধ ফেলে দিতে বাধ্য হলেন মা

প্রকাশিত: ০৫:০৪, ২৫ এপ্রিল ২০১৬

হিথ্রোতে ১৪ লিটার বুকের  দুধ ফেলে দিতে বাধ্য হলেন মা

ব্রিটেনের রাজধানী লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নিরাপত্তা আইন দেখিয়ে দুই সন্তানের এক মার্কিন জননীকে ১৪ দশমিক আট লিটার বুকের দুধ ফেলে দিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফেসবুকে পোস্ট করা এক খোলা চিঠিতে ওই মা জেসিকা কোয়াকলে মার্টিনেজ তার হতাশার কথা তুলে ধরেছেন। খবর বিবিসির। মার্টিনেজ জানিয়েছেন, এ ঘটনায় তিনি ‘লাঞ্ছনা’ বোধ করেছেন। চিঠিতে তিনি লিখেছেনÑ তোমরা আমার ছেলের প্রায় দুই সপ্তাহের খাবার ফেলে দিতে বাধ্য করেছ। চাকরির প্রয়োজনে মার্টিনেজকে ১৫ দিন সন্তানের কাছ থেকে দূরে থাকতে হবে বিধায় তিনি তার আট মাসের শিশু সন্তানের জন্য বুকের দুধ সঞ্চয় করে রেখেছিলেন। কিন্তু জমানো ও কন্টেনারে বহন করা ওই দুধ ফেলে দিতে বাধ্য করে হিথ্রো কর্তৃপক্ষ। হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের যাত্রীরা কী পরিমাণ তরল বহন করতে পারবেন সে বিষয়ে ব্রিটিশ সরকারের বেঁধে দেয়া নিয়ম তাদের ওয়েবসাইটে দেয়া আছে। ব্রিটিশ পরিবহন বিভাগের ওই নিয়মে বলা হয়েছে, এক শ’ মিলিলিটার বা তার কম তরল কন্টেনারে করে স্বচ্ছ এবং পুনরায় বন্ধ করা যায় এ রকম একটি ব্যাগে বহন করতে হবে। শিশু খাদ্য ও শিশুদের দুধের ক্ষেত্রে এর ব্যতিক্রম করা যাবে কিন্তু যাত্রীর সঙ্গে তার শিশু থাকতে হবে। এতে বলা হয়েছে, অতিরিক্ত তরল যাত্রী সঙ্গে করে ক্যাবিনে নিতে পারবে না, অন্যান্য লাগেজের সঙ্গে নিতে হবে। মার্টিনেজ লিখেছেনÑ তিনি ওই নিয়মগুলো দেখেছিলেন, কিন্তু মায়ের সঙ্গে শিশু না থাকলে বুকের দুধ নিতে পারবেন না এটি ‘অবিশ্বাস্য অবিচার এবং আমার মতো অন্যান্য কর্মজীবী মায়ের বিষয় বিবেচনায় এটি বর্জনীয়’। আমার সন্তানের মুখ থেকে শুধু খাবারই কেড়ে নাওনি তোমরা, আমাকে লাঞ্ছিত করেছ এবং আমাকে একজন কর্মজীবী ও একজন মা হিসেবে সম্পূর্ণ পরাজিত হওয়ার অনুভূতিতে ফেলেছ।
×