ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদ্যুত কেন্দ্র নির্মাণে আহ্ছানিয়া ক্যান্সার হাসপাতালÑডেসকো সমঝোতা

প্রকাশিত: ০৫:০৩, ২৫ এপ্রিল ২০১৬

বিদ্যুত কেন্দ্র নির্মাণে আহ্ছানিয়া ক্যান্সার হাসপাতালÑডেসকো সমঝোতা

আহ্ছানিয়া মিশন ক্যান্সার এ্যান্ড জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে রবিবার ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কর্তৃক ৪০/৫৬ এমভিএ ক্ষমতার একটি ৩৩/১১ কেভি উপকেন্দ্র নির্মাণে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিঃ জেনারেল মোঃ শাহিদ সারওয়ার, এনডিসি, পিএসসি (অব) এবং আহ্ছানিয়া মিশন ক্যান্সার এ্যান্ড জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিঃ জেনারেল (অব) ড. সৈয়দ ফজলে রহিমসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।Ñবিজ্ঞপ্তি শায়লা বুলবুল সানলাইফ ইন্স্যুরেন্সের চেয়ারপার্সন পুনর্নির্বাচিত সাবেক নোটারী পাবলিক এ্যাডভোকেট শায়লা বুলবুল সানলাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারপার্সন পদে পুনর্নির্বাচিত হয়েছেন। শায়লা বুলবুল জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, এক্সিম ব্যাংক ও ডোরিন পাওয়ারের উদ্যোক্তা শেয়ার হোল্ডার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে এমএসসি ডিগ্রী লাভ করেন এবং পরবর্তীতে এলএলবি ডিগ্রী সম্পন্ন করেন। Ñবিজ্ঞপ্তি শিশুর আনন্দ চারুকলা ঘুরতে আসা এক শিশু পানিতে পা ডুবিয়ে আনন্দ করছে। ইট কাঠ পাথরের এ শহরে শিশুদের আনন্দ করার জায়গাগুলো ক্রমেই সঙ্কুচিত হয়ে আসছে। শিশুদের স্বাভাবিক আনন্দের জায়গাগুলো যেন হারিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখা দরকার। ছবিটি জনকণ্ঠের আলোকচিত্রীর। গরমে তেষ্টা মেটানো প্রচ- গরমে অতিষ্ঠ অন্য সবার মতো স্কুলের ছেলেমেয়েরাও। স্কুল শেষ হওয়ার পর ফেরিঅলার কাছ থেকে ৩০ টাকার ডাব ৫০ টাকা দিয়ে কিনে তারা তৃষ্ণা মিটিয়ে নিতে বাধ্য হচ্ছে। রাজধানীর কলাবাগান এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের আলোকচিত্রী।
×