ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অবসরপ্রাপ্ত সচিব ও সংস্থা প্রধানদের নিয়ে বিশেষজ্ঞ পুল গঠনের নির্দেশ

প্রকাশিত: ০৫:০২, ২৫ এপ্রিল ২০১৬

অবসরপ্রাপ্ত সচিব ও সংস্থা প্রধানদের নিয়ে বিশেষজ্ঞ পুল গঠনের নির্দেশ

বিশেষ প্রতিনিধি ॥ বার্ষিক কর্মসম্পাদন ব্যবস্থা আরও ফলপ্রসূ করতে নিজ নিজ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব ও সংস্থার প্রধানদের নিয়ে বিশেষজ্ঞ পুল গঠন করতে সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ রবিবার এ নির্দেশ সংবলিত চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়, মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থার কৌশলগত উদ্দেশ্য, কার্যক্রম ও লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং ফলাফল মূল্যায়নে অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত বিশেষ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অবসরপ্রাপ্ত সচিব, দফতর বা সংস্থার প্রধানকে অন্তর্ভুক্ত করে তিন সদস্যের মন্ত্রণালয়/বিভাগভিত্তিক বিশেষজ্ঞ পুল গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ বিশেষজ্ঞ পুল সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থার প্রস্তুতকৃত কর্মসম্পাদন চুক্তির খসড়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন বা পরিমার্জনে পরামর্শ দেবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী অর্ধবার্ষিক ও বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা করে বিশেষজ্ঞ পুল প্রয়োজনীয় পরামর্শ দেবে।
×