ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চরমপন্থী নেতাকে জবাই

প্রকাশিত: ০৪:০৪, ২৫ এপ্রিল ২০১৬

চরমপন্থী নেতাকে জবাই

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৪ এপ্রিল ॥ সাঁথিয়ায় চরমপন্থী দলের আঞ্চলিক নেতা আল আমিন হোসেনকে (৩৫) গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষ। সে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ভিন্নগ্রামের ফজলালের ছেলে। রবিবার সকালে ভিন্নগ্রামের নদীর ডাইক হতে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, শনিবার রাতের কোন এক সময় ভিন্নগ্রামের ইছামতি নদীর ডাইকে আলামিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে যায় প্রতিপক্ষ। রবিবার সকালে এলাকাবাসী লাশ দেখে পুলিশকে খবর দেয়। নিহতের বিরুদ্ধে সাঁথিয়া ও আতাইকুলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ২টি চরমপন্থী সংগঠনের বিরোধের জের ধরে এ হত্যাকা- ঘটতে পারে বলে ধারণা পুলিশের। পোশাক কর্মী নিজস্ব সংবাদদাতা, সাভার থেকে জানান, আশুলিয়ায় পোশাক কর্মী সীমা আক্তারকে (২২) জবাই করে হত্যা করেছে তার পাষ- স্বামী। সে পাবনা জেলার ফরিদপুর থানার বিয়ালবাড়ী গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে ও জিরাবো এলাকার ‘টি ডিজাইন’ নামক পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করত। রবিবার শেষ রাতে আশুলিয়া থানাধীন জিরাবো এলাকায় বাবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, শেষ রাতে সীমা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে তার স্বামী রেজাউল। স্কুলছাত্রী নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা থেকে জানান, গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন পরিষদের নির্মাণাধীন ভবনের পাশে সাজিনা খাতুন নামে (৮) তৃতীয় শ্রেণীর ছাত্রীর লাশ রবিবার উদ্ধার করা হয়েছে। সাজিনা ওই ইউনিয়নের মিরাপাড়া গ্রামের সাজু মিয়ার মেয়ে। সে শালমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
×