ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলন ॥ আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টা অভিযোগ

প্রকাশিত: ০৪:০৩, ২৫ এপ্রিল ২০১৬

সংবাদ সম্মেলন ॥ আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টা অভিযোগ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উমর ফারুক (মঙ্গা) ও মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে হত্যার হুমকির প্রতিবাদে আওয়ামী লীগ রবিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদের বিরুদ্ধে এ অভিযোগ উপস্থাপন করে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। মোবাইলে প্রাণনাশের হুমকির অডিও সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয়। এর পাল্টা অভিযোগ করেছেন চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী। মূলত ইউপি নির্বাচনে দলের মনোনয়ন পাওয়া নিয়ে এই দ্বন্দ্ব। দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ সাধারণ সম্পাদক উমর ফারুক (মঙ্গা), ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামীম আহসান কাজল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু তৈয়ব সরকার প্রমুখ। নৌকায় ভোট দিয়ে বিপাকে নিজস্ব সংবাদদাতা গাজীপুর থেকে জানান, কালীগঞ্জের নাগরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপদে পড়েছেন ওই ইউনিয়নের নৌকার ভোটার ও কর্মী-সমর্থকরা। রবিবার ভুক্তভোগীরা কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, গত ৩১ মার্চ দ্বিতীয় দফায় কালীগঞ্জ উপজেলার নাগরী, তুমলিয়া, বক্তারপুর, জাঙ্গালীয়া, মোক্তারপুর, জামালপুর ও বাহাদুরসাদীর ইউপি নির্বাচন সম্পন্ন হয়। ওই সাত ইউনিয়নের মধ্যে নাগরী ইউনিয়ন ছাড়া বাকি ছয়টি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা জয়লাভ করেন। একমাত্র নাগরী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদির মিয়া অল্প ভোটের ব্যবধানে জয়লাভ করেন। ওই ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন নাগরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম আলী হোসেন। কিন্তু নির্বাচনের পরের দিন থেকে নবনির্বাচিত ওই চেয়ারম্যানের ছত্রছায়ায় তার কর্মী-সমর্থকরা নৌকার কর্মী-সমর্থক ও ভোটারদের নানাভাবে হয়রানি, মারধর, হুমকি ও নাজেহাল করছে। কৃষি ভবনের ফলক উন্মোচন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ হিজলা উপজেলা সদরে ৫৪ লাখ টাকা ব্যয়ে নতুন কৃষি ভবনের ফলক উন্মোচন করেছেন স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ। রবিবার সকালে ফলক উন্মোচন শেষে মোনাজাতে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু, উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা তানিয়া, ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, মোহসেনা বেগম, হিজলা থানার ওসি মাসুদুজ্জামান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ। যশোর আইনজীবী সমিতি আবুল সভাপতি মাহমুদ সম্পাদক নির্বাচিত স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সম্মেলন থেকে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে আবুল হোসেন সভাপতি, মাহমুদ হাসান বুলু সাধারণ সম্পাদক ও প্রশান্ত দেবনাথ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। রবিবার শহরের এক নম্বর আইনজীবী সমিতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। রিপার মেশিনে ধান কর্তন নিজস্ব সংবাদদতা, গাইবান্ধা, ২৪ এপ্রিল ॥ সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা মাস্টারপাড়া গ্রামে খামার যান্ত্রিককরণ প্রকল্পের মাধ্যমে সরকার প্রদত্ত ৩০ ভাগ ভর্তুকিতে প্রাপ্ত রিপার মেশিনের মাধ্যমে ধান কর্তন কর্মসূচীর উদ্বোধন করা হয়। রবিবার মাস্টারপাড়া গ্রামে এ কর্মসূচীর উদ্বোধন করেন সংসদ সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম লিটন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হাবিবুল আলম সভাপতিত্ব করেন। আ’লীগে যোগদান স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রাজারহাট উপজেলায় বিএনপি-জাপার পাঁচ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। ছিনাই ইউনিয়ন ছাত্রলীগ আয়োজিত নির্বাচনী একসভা শনিবার রাতে চওড়াহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ এরশাদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী।
×