ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুই আইসক্রিম কারখানাকে জরিমানা

প্রকাশিত: ০৪:০২, ২৫ এপ্রিল ২০১৬

দুই আইসক্রিম কারখানাকে জরিমানা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ অপরিচ্ছন্ন পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় আইসক্রিম উৎপাদন, ক্ষতিকারক রং মেশানো ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় খুলনার জুঁই আইসবার ও নিউ দোলা আইসবার নামে দুটি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রবিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই কারখানা থেকে আনুমানিক দেড় হাজার পিস রং মিশ্রিত আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়। ট্রলারসহ বাগদা রেণু জব্দ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীতে রবিবার সকালে অভিযান চালিয়ে ট্রলারভর্তি বাগদা চিংড়ির রেণু জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। কোস্টগার্ড জানায়, হাতিয়া থেকে ট্রলারযোগে বাগদা চিংড়ির রেণু আনার খবর পেয়ে তারা অভিযান চালায়। এ সময় ট্রলার ফেলে লোকজন পালিয়ে যায়। জব্দকৃত প্রায় তিন লাখ বাগদা রেণু মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পায়রা নদীতে অবমুক্ত করা হয়েছে। তথ্য অধিকার নিয়ে কর্মশালা স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে তথ্য অধিকার আইন সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার তেঁতুলিয়া ও সদর উপজেলায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য কমিশনের উপ-পরিচালক ড. আব্দুল হাকিম, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, সহকারী কমিশনার (ভূমি) মির্জা মুরাদ হাসান বেগ বক্তব্য রাখেন। হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে রাখার সিদ্ধান্ত রাসিকের স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যবসায়ীদের আন্দোলনের মুখে অবশেষে নির্ধারিত হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) কর্তৃপক্ষ। রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম বলেন, মহানগরবাসীর আর্থিক স্বচ্ছলতা সর্বোচ্চ বিবেচনায় নিয়ে রিভিউ বোর্ডের মাধ্যমে ট্যাক্স প্রদানকারীর মতামতের ভিত্তিতে ট্যাক্স সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে। একই সঙ্গে রিভিউ ফর্মের দামও দুই শ’ টাকা থেকে কমিয়ে এক শ’ টাকা নির্ধারণ করা হবে। রবিবার দুপুরে ফজলে হোসেন বাদশার নেতৃত্বে মহানগর ১৪ দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে ট্যাক্স নিয়ে তাদের অনুরোধের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন। মাস্টার্সের সিলেবাস পরিবর্তন নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৪ এপ্রিল ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত ও প্রাইভেট) শিক্ষা কার্যক্রমে পাঠদান পরীক্ষা কার্যক্রম বিদ্যমান সিলেবাসে মাস্টার্স নিয়মিত কোর্সের ক্ষেত্রে যে সকল বিষয়ের সিলেবাসে মাঠকর্ম/ইন্টার্নশিপ দেয়া ছিল তার পরিবর্তে সমাজকর্ম বিষয় ব্যতীত সকল শিক্ষার্থীর জন্য টার্ম পেপার প্রযোজ্য হবে এবং মাস্টার্স প্রাইভেট কোর্সের ক্ষেত্রে মাঠকর্ম/ইন্টার্নশিপের পরিবর্তে সকল শিক্ষার্থীকে ৪ ক্রেডিটের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ থেকে জানা যাবে। ফেনসিডিলসহ আটক ২ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীতে ৯৬৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। শনিবার রাতে নগরীর বিনোদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলোÑ নগরীর মতিহারের টাঙন এলাকার আলমগীর হোসেন (৪৮) ও ডাঁশমারি মধ্যপাড়া এলাকার সাদেক আলী (৫৯)। রবিবার দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যৌন হয়রানির দায়ে কারাদ- নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৪ এপ্রিল ॥ এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে দ্বীন ইসলাম (১৮) নামের এক যুবককে তিন মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। রবিবার দুপুরে তাকে এ দ- দেয়া হয়। দ্বীন ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বেলানগর গ্রামে। তার বাবার নাম মানিক শেখ। হাজতির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৪ এপ্রিল ॥ জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম শ্রবাণ (২৬)। রবিবার সকালে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ঈশ্বরদী উপজেলার সাঁড়া গোপালপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। জেল সুপার ওবায়দুর রহমান জানিয়েছেন, শ্রবাণ মাদক মামলায় চার দিন আগে জেলখানায় আসেন। সকাল ৮টার দিকে বুকের ব্যথায় তিনি অসুস্থ হন। জরুরীভাবে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পৌনে ৯টার দিকে তিনি মারা যান। ১০ দোকান ভস্মীভূত সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ২৪ এপ্রিল ॥ রায়পুর বাজারে অগ্নিকা-ে ১০ দোকান পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাঁচজন আহত হয়েছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার রাতে শহরের বাস টার্মিনাল এলাকার মিঝি মাকের্টে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মার্কেটে খোরশেদের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকা-ের সূত্রপাত। এ সময় নুরে আলম বাবুলের কনফেকশনারি, ঢাকা ট্রাক অফিস, মানিকের মোটরসাইকেল গ্যারেজ, মাসুদের পার্সের দোকান, নুরুল আমিনের চা দোকান ও গার্ডেন মটরস সার্ভিস সম্পূর্ণ পুড়ে যায়। বই দিবসে শোভাযাত্রা নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ , ২৪ এপ্রিল ॥ ঢাকার কেরানীগঞ্জে বিশ্ব বই দিবস উপলক্ষে রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে চুনকুটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের কয়েক শ’ শিক্ষার্থী। পরে প্রধান শিক্ষক কেএম ইলিয়াসের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেনÑ কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আসলাম, সদস্য লায়েক আলী, ইফতেখারুল ইসলাম, সহকারী শিক্ষক মাহমুদা আক্তার, শহীদুর রহমান প্রমুখ। সংবাদ সম্মেলন স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজকে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগ। রবিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দুর্গাপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উমর ফারুক মঙ্গা, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামীম সরকার ও সাধারণ সম্পাদক কাজল। মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ লিখিত বক্তব্যে বলেন, দুর্গাপুর ইউনিয়নে তৃণমূল আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম সাঈদ গত ১৯ এপ্রিল রাত মোবাইল ফোনে তাকে পুড়িয়ে মারার হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ অবস্থায় তিনি পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। উল্লেখ্য, ৫ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুর্গাপুর ইউনিয়ন থেকে মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ আওয়ামী লীগের সমর্থন প্রার্থী ছিলেন। কিন্তু তৃণমূল আওয়ামী লীগ বরখাস্তকৃত সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদকে মনোনয়ন দেয়। স্বর্ণের দোকানে চুরি স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জের একটি স্বর্ণের দোকানের মূল ফটকের তালা ভেঙ্গে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। শনিবার গভীর রাতে শহরের মাড়োয়ারী পট্টি রাজন স্বর্ণ ছেলা ঘরে এ চুরির ঘটনা ঘটে। দোকান মালিকের দাবি এ ঘটনায় তার নগদ টাকাসহ অনন্ত ৬ লাখ ক্ষতি হয়েছে। দোকানের মালিক রাজন জানান, শনিবার সন্ধ্যায় তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। এ সময় সিন্দুকের মধ্যে নগদ ২ লাখ ৬০ হাজার টাকা, ৬ ভরি সোনা ও ১২ ভরি রূপা রেখে যান। রবিবার সকালে দোকানের তালা ভাঙ্গা দেখে আশপাশের লোকজন তাকে খবর দেয়। দুর্নীতি প্রতিরোধমূলক কর্মশালা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে রবিবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী গণশুনানি ও জনগণের ক্ষমতায়ন শীর্ষক দুর্নীতি প্রতিরোধমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। সকালে কর্মশালার উদ্বোধন করেন দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ। খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ। স্বাগত বক্তব্য রাখেন দুদক মহাপরিচালক মোঃ নূর আহাম্মদ। কর্মশালায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী দফতরের কর্মকর্তা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির সদস্যরা অংশ নেন। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৪ এপ্রিল ॥ আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের বেরণ থেকে তাজপুর পর্যন্ত ৪ কিলোমিটারসহ সহস্রাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রবিবার দুপুরে সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উদ্যোগে আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) ফাহাদ পারভেঁ বসুমিয়ার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পুলিশ ও তিতাস গ্যাস বিতরণ কোম্পানি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তিন দখলদারের কারাদ- স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর খেয়াঘাটে রবিবার তিন অবৈধ দখলদারকে সরকারী রাস্তা দখল ও দখলমুক্তকরণে অসহযোগিতার জন্য পাঁচদিনের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সুখময় সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের রায়ে দ-প্রাপ্তরা হলেন-বজলু হাওলাদার (৪০), মিলন মিরা (৩৭) ও টুটুল হাওলাদার (২৯)। সায়েন্স ল্যাব বিল্ডিংয়ের নির্মাণ কাজ উদ্বোধন স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম সরকারী কলেজে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে সায়েন্স ল্যাব বিল্ডিং’র কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে সরকারী কলেজ প্রাঙ্গণে কাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জাফর আলী। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ সাবিহা খাতুন, উপাধ্যক্ষ নাসির উদ্দিন, শিক্ষা প্রকৌশলী মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান চাঁদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিবসহ কলেজের শিক্ষার্থীবৃন্দ। শিক্ষা প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে এক কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে সায়েন্স ল্যাব বিল্ডিং’র কাজের ২ তলা পর্যন্ত ভবন নির্মাণ সম্পন্ন করা হবে। সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ মাটিরাঙ্গার বাইল্যাছড়ি এলাকায় রডবোঝাই ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতির রডবোঝাই ট্রাক বাইল্যাছড়ি পৌর টোল কেন্দ্র এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেলচালক জয়ন্তী ত্রিপুরা (২২) ও আরোহী সুকেন্দ্র ত্রিপুরা (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়। তাদের উভয়ের গ্রামের বাড়ি গুইমারা উপজেলার পুনকি চন্দ্র কার্বারীপাড়া এলাকায়। সময় নিয়ন্ত্রক নিজস্ব সংবাদদাতা নড়াইল থেকে জানান, যাত্রীবাহী বাসের ধাক্কায় বাস কাউন্টারের সময় নিয়ন্ত্রক হিট্টু খান (৩৮) নিহত হয়েছে। রবিবার দুপুরের দিকে নড়াইল-কালনা সড়কের মালিবাগ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হিট্টু লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের আমজাদ হোসেন খানের ছেলে। পথচারী স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, নগরীর আগ্রাবাদ চৌমুহনী এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত নারীর নাম রোকসানা আক্তার। রবিবার সকালে তিনি সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। আচমকা দ্রুতগতিসম্পন্ন মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি অকুস্থলেই প্রাণ হারান। মাইক্রোবাসটি আটক করা সম্ভব হয়নি। হরিণ শিকারের দায়ে ৬ জনের জেল স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সুন্দরবনে হরিণ শিকারের দায়ে ৬ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদ- এবং ২০ হাজার টাকার জরিমানা করেছে। শনিবার রাতে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল ম-ল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দ- দেন। রবিবার তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সুন্দরবন পূর্ব বিভাগে হরিণ শিকারের দায়ে এটিই প্রথম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া ঘটনা । ঘোড়দৌড় প্রতিযোগিতা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ইউপি সদস্য আব্দুল্লাহ মোড়লের সহযোগিতায় রামপাল-মোংলা ঘসিয়াখালী চ্যানেল সংলগ্ন বালুর মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক পুষ্পজিত ম-ল জানান, প্রথম স্থান বটিয়াঘাটার কুড়িয়া গ্রামের রায়হান উদ্দিনের ঘোড়া, দ্বিতীয় স্থান ডুমুরিয়ার বান্ধা গ্রামের প্রীতিষ ম-লের ঘোড়া।
×