ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘সর্বহারা’ দলের নেতা গ্রেফতার ॥ পিস্তল উদ্ধার

প্রকাশিত: ০৪:০১, ২৫ এপ্রিল ২০১৬

‘সর্বহারা’ দলের নেতা গ্রেফতার ॥ পিস্তল উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৪ এপ্রিল ॥ একটি বিদেশী পিস্তল এবং ৪ রাউন্ড গুলিসহ সর্বহারা দলের নেতা আসলাম বেপারীকে শনিবার রাতে শিবচর থেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, শিবচর উপজেলার বহেরতলা (দক্ষিণ) ইউনিয়নের বহেরাতলা তাহের ফকিরকান্দিতে অভিযান চালিয়ে কথিত সর্বহারা দলের নেতা আসলাম বেপারীকে (৪০) গ্রেফতার করে পুলিশ। আটককালে তার কাছ ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে গ্রেফতারকৃত আসলাম বেপারীর স্বীকারোক্তি মতে রবিবার সকালে তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আসলাম বেপারী মাদারীপুর সদর উপজেলার ধুরাইল খালাসিকান্দি গ্রামের আবদুল আলীম বেপারীর ছেলে। যুবদল নেতাসহ গ্রেফতার ৩ ॥ অস্ত্র উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকা থেকে ডাকাতি মামলার আসামি হিসেবে এক যুবদল নেতাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে উদ্ধার করা হয় একটি আগ্নেয়াস্ত্র। এছাড়া জেলার লোহাগাড়া আমিরাবাদ এলাকা থেকে অপর এক সন্ত্রাসীকে একটি এম-১৬ রাইফেল ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে অভিযান দুটি পরিচালিত হয়। জানা যায়, শনিবার রাতে অক্সিজেন এলাকা থেকে গ্রেফতার করা হয় মোঃ তাজ উদ্দিন নুরু (৩৮) ও আবদুল কাদের (৪০) নামের দু’জনকে। এরা ডাকাতি মামলার আসামি। তাদের মধ্যে তাজ উদ্দিন নুরু চট্টগ্রাম নগরীর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। গ্রেফতারের পর তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়। এদিকে, রাউজান থানার একটি খুনের মামলার আসামি আবদুর রশীদ ওরফে রইশ্যাকে (৪১) শনিবার রাতে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি এম-১৬ রাইফেল, ১০১ রাউন্ড গুলি, দুটি একনলা বন্দুক ও তিনটি কার্তুজ। সে আওয়ামী লীগ নেতা মোবারক হত্যা, চান্দগাঁও এলাকার কৃষ্ণদত্ত হত্যা এবং ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৫টি মামলার আসামি। হাতুড়িপেটা করে ছিনতাই স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোল্লাহাট উপজেলার কাচনা গ্রামে শনিবার রাতে এক মুক্তিযোদ্ধার ছেলেকে হাতুড়িপেটা করে তার কাছে থাকা টাকা ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ঘটনার শিকার মুক্তিযোদ্ধা নাসির মোল্লার ছেলে তমিজ মোল্লাকে গুরুতর আহত অবস্থায় মোল্লাহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তমিজ মোল্লার স্ত্রী লাবনী বেগম জানান, রাতে এশার নামাজের সময় ওয়াপদা পাকা সড়কে একা পেয়ে বাপ্পি ও রাব্বি তার স্বামীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে অচেতন হয়ে সে রাস্তায় পড়ে যায়। তখন সন্ত্রাসীরা তার কাছে থাকা ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ বিষয়ে চুনখোলা ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরামুল হক ঘটনার তীব্র নিন্দা করে অপরাধীদের শাস্তির দাবি করেন। তিন বখাটের কারাদ- সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ২৪ এপ্রিল ॥ রায়পুরে নবম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে তিন বখাটে যুবককে দুই মাস করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে কেরোয়া ইউনিয়নের মালিবাড়ী সংলগ্ন কেরোয়া এম রহমান দাখিল মাদ্রাসার সামনে। দুপুরে পুলিশ অভিযুক্তদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বখাটেরা দোষ স্বীকার করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আলম এ দ- প্রদান করেন। বগুড়ার নওয়াববাড়ি সংরক্ষণ দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার ঐতিহ্যবাহী স্থাপনা নওয়াববাড়ি বিক্রির প্রতিবাদ ও সরকারীভাবে অধিগ্রহণ করে প্রতœতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষণের দাবিতে রবিবার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সাংস্কৃতিক কর্মী সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন থেকে ঐতিহ্যবাহী স্থাপনাটি রক্ষার জোর দাবি জানান হয়। বেলা ১১টায় শহরের কেন্দ্রস্থল শহরের সাতমাথায় এই মানববন্ধনের আয়োজন করে নওয়াববাড়ি রক্ষা আন্দোলন কমিটি। বক্তারা বলেন, টাকার জোরের কাছে ঐহিহ্য ধ্বংস হতে দেয়া হবে না। এক্ষেত্রে সর্বস্তরের সচেতন মানুষকে এগিযে আসতে হবে। কারণ এটি মাত্র একটি বাড়ি বা স্থাপনা নয় এর সঙ্গে জড়িয়ে আছে বগুড়ার ইতিহাসের অনেক অংশ। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের মহাসচিব তৌফিক হাসান ময়না, এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম লাল, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, আমজাদ হোসেন মিন্টু, জেএম রউফ, মহসীন আলী রাজু, আব্দুর রহিম বগড়া, আব্দুস সালাম বাবু প্রমুখ। গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৪ এপ্রিল ॥ ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। আনুমানিক ৩৬ বছর বয়সের নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ভানুয়া এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। মাদারীপুরে ধর্মঘটে হাসপাতাল অচল নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৪ এপ্রিল ॥ অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে সদর হাসপাতালে কর্মবিরতি অব্যাহত রেখেছে চিকিৎসকরা। রবিবার এ কর্মসূচীর তিন দিন অতিবাহিত হয়েছে। লাগাতার এ কর্মসূচীর কারণে ভেঙ্গে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। জরুরী বিভাগসহ সব বিভাগের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছে রোগীরা। তবে চেম্বারে ও ক্লিনিকে প্রাইভেট প্র্যাকটিস অব্যাহত রেখেছে তারা। শুক্রবার থেকে অব্যাহত ধর্মঘটের কারণে সদর হাসপাতাল এখন রোগীশূন্য। হাসপাতালে প্রথম দু’দিনের মতো তৃতীয় দিনেও অনেক রোগী এসে ফিরে যান। এ নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে দুর্ভোগের পাশাপাশি সৃষ্টি হয়েছে ক্ষোভেরও। চিকিৎসকদের এ কর্মসূচীকে তারা দেখছেন রোগীকে জিম্মি করে দাবি আদায়ের অপকৌশল হিসেবে। শাহজালাল সার কারখানা ২৮ দিন ধরে বন্ধ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ যান্ত্রিক ত্রুটির কারণে সিলেটের ফেঞ্জুগঞ্জ শাহজালাল সার কারখানায় গত ২৮ দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে। গত বছরের শেষের দিকে দেশের বৃহত্তম এই সার কারখানায় পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। পরীক্ষামূলক উৎপাদন পর্যায়ে বিভিন্ন ত্রুটির কারণে কয়েক দফা উৎপাদন ব্যবস্থা ব্যাহত হয়। গত ২৭ মার্চ সার কারখানার এ্যামোনিয়া গ্যাস স্টিম পাইপলাইন ফেটে গেলে উৎপাদন বন্ধ হয়ে যায়। বিশেষজ্ঞরা পাইপলাইন মেরামতের কাজ শুরু করেন। মেরামত কাজ শেষে উৎপাদনে যেতে আরও কয়েক দিন লাগতে পারে বলে জানা গেছে। শাহজালাল সার কারখানা প্রকল্পের পরিচালক কামরুজ্জামান জানান, নতুন কারখানার উৎপাদন প্রক্রিয়ায় যেতে বিভিন্ন শাখায় ত্রুটি ধরা পড়ে। চূড়ান্ত পর্যায়ে উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রেখেই এসব ত্রুটি ধীরে ধীরে সারিয়ে তুলতে হয়। উপজেলা চেয়ারম্যান কারাগারে স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল আমিনকে নাশকতার মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। রবিবার মহানগর দায়রা জজ এসএম নুরুল হুদার নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়। জানা যায়, মীরসরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আমিনের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে ৮টি মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে। রবিবার তিনি মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সহিংসতা প্রতিরোধে সভা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৪ এপ্রিল ॥ শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ও বাল্যবিবাহের সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ কর্মসূচীর আওতায় রবিবার জেলা প্রশাসকের সভাকক্ষে এক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মসূচী পরিচালক যুগ্মসচিব ডাঃ আমিনুল ইসলাম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফম ফজলে রাব্বী এবং বক্তব্য রাখেনÑ উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, নুরুল ইসলাম, শফিকুল ইসলাম, ইউএনও আশরাফুল ইসলাম, এ্যাডভোকেট আব্দুল হামিদ, ফ্রিড’র সভাপতি তাহমিনা আখতার মোল্লা, সাংবাদিক এসএম জসিম প্রমুখ। ইউপি নির্বাচন দাবি নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৪ এপ্রিল ॥ সুন্দরগঞ্জ উপজেলার কাপাশিয়া ও চন্ডিপুর ইউনিয়নে দ্রুত নির্বাচনের দাবিতে রবিবার সকালে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে বক্তব্য রাখেনÑ জালাল উদ্দিন সরকার, লায়েক আলী, মাইদুল ইসলাম টেক্কা, আব্দুল মালেক, ফুল মিয়া, শাখাউল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা কাপাশিয়া ও চন্ডিপুর ইউনিয়নে দ্রুত নির্বাচনের দাবি জানান।
×