ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হজমী ট্যাবলেট খেয়ে শিশুর মৃত্যু ॥ অসুস্থ পাঁচ

প্রকাশিত: ০৪:০১, ২৫ এপ্রিল ২০১৬

হজমী ট্যাবলেট খেয়ে শিশুর মৃত্যু ॥  অসুস্থ পাঁচ

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ২৪ এপ্রিল ॥ বরগুনার পাথরঘাটায় টেস্টি হজমী ট্যাবলেট খেয়ে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু ও ৫ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শনিবার বিকেল ৪টার সময় পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের রাত ১০টার দিকে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মৃত শিক্ষার্থী হাসানকে (৫) ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি পাথরঘাটা থানার ওসি (তদন্ত) কমলেশ হালদার নিশ্চিত করেছেন। হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলোÑইয়াছিন (৯), বুসরা (৪), সাদিয়া (৫), লিমা (৬), ও সেতু (৯)। এসব শিশু ঘুটাবাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। জানা যায়, শনিবার বিকেলে দিনমজুর জাফর মিয়ার মেয়ে ফারজানার সঙ্গে তাদের বাড়িতে শিক্ষার্থীরা খেলতে আসে এ সময় জাফর মিয়ার স্ত্রী মরিয়ম শিশুদের টেস্টি হজমী ট্যাবলেট খেতে দেয়। পরে সন্ধ্যা ৭টার দিকে শিশুরা অসুস্থ হয়ে পড়লে অভিভাবকরা তাদের পাথরঘাটা হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে। রাত ১০টার সময় হাসান হাসপাতালে মারা যায়। পরে রাত ৩টার সময় মরিয়ম বেগম ও তার মেয়েকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ আটক করে। পরে তাদের দেয়া তথ্যমতে হজমী বিক্রেতা মুদি দোকানদার আবুল কালামকে সদর ইউনিয়নের মাছের খাল গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
×