ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে শতবর্ষের দুই দিনব্যাপী জামাই-বউমেলা

প্রকাশিত: ০৪:০০, ২৫ এপ্রিল ২০১৬

টাঙ্গাইলে শতবর্ষের দুই দিনব্যাপী জামাই-বউমেলা

ইফতেখারুল অনুপম, টাঙ্গাইল ॥ নানা ধর্ম আর বর্ণের ১৬ কোটি মানুষের এই বাংলাদেশ। ৬৮ হাজার গ্রামের এই বাংলায় রয়েছে নানা সংস্কৃতি আর ঐতিহ্য। যুগযুগ ধরে চলে আসা এই সকল সংস্কৃতির সঙ্গে মিশে আছে বাঙালীর প্রাণ। প্রকৃতির নিয়মে মানুষ হারিয়ে গেলেও হারিয়ে যায়নি বাঙালীর এই সকল ঐহিত্য। তারই ধারাবাহিকতায় শতশত বছর ধরে টাঙ্গাইলের রসুলপুরে অনুষ্ঠিত হয়ে আসছে “জামাই মেলা”। প্রতিবছর ১১ বৈশাখ টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরে অনুষ্ঠিত হয় এই মেলা। রবিবার থেকে রসুলপুরের বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে দুই দিনব্যাপী মেলার। রসুলপুরসহ আশপাশের ৩০টি গ্রামের কয়েক লাখ লোকের সমাগম এই মেলায়। নামে জামাই মেলা এই মেলায় জামাই বিক্রি হয় না। জামাই মেলা নাম হলো কেন? রসুলপুরের কেউই তা জানে না। স্থানীয় মেয়ে-বোন, নাতি-নাতনির বরদের নিয়ে এই মেলার আয়োজন করা হয় বলেই এই মেলাটি জামাই মেলা নামে পরিচিতি পেয়েছে। ব্রিটিশ আমলে বৈশাখী মেলা হিসেবে শুরু হলেও জামাইদের আপ্যায়ন করাকে ঘিরে এক সময় মেলাটি পরিচিতি পায় জামাই মেলা হিসেবে, এমনটিই বললেন এই এলাকার কথা সাহিত্যিক রাশেদ রহমান। তিনি বলেন, এই মেলার উৎপত্তি কবে সেটা কেউ জানে না। যুগযুগ ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। আগে এই মেলায় আশপাশের ব্যবসায়ীরা ব্যবসা করতে আসত। কিন্তু এখন দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ী আর দর্শনার্থীরা মেলা দেখতে আসেন। দুই দিনব্যাপী এই মেলার প্রথম দিনকে বলা হয় জামাই মেলা, আর দ্বিতীয় দিন বউ মেলা। মেলাকে সামনে রেখে রসুলপুর ও এর আশপাশের বিবাহিত মেয়েরা তাদের বরকে নিয়ে বাবার বাড়ি চলে আসে।
×