ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় ১০ প্রাইমারী স্কুলের প্রথম সাময়িক পরীক্ষা বন্ধ

প্রকাশিত: ০৩:৫৯, ২৫ এপ্রিল ২০১৬

হাতিয়ায় ১০ প্রাইমারী স্কুলের  প্রথম সাময়িক পরীক্ষা বন্ধ

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, নোয়াখালী, ২৪ এপ্রিল ॥ পার্শ্ববর্তী উপজেলা রামগতির সঙ্গে সীমানা বিরোধের জের ধরে দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ইউনিয়নের ১০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা বন্ধ রয়েছে। শনিবার থেকে অনুষ্ঠিত পরীক্ষার সকল কার্যক্রম রামগতি উপজেলার লোকজন এসে বন্ধ করে দিয়েছে। এর ফলে এসব বিদ্যালয়ে অধ্যয়নরত দুই হাজার সাত শ’ ছাত্রছাত্রীর ভবিষ্যত চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। হাতিয়া প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, হাতিয়া উপজেলায় ২৬৫টি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় এ ১০টি প্রাথমিক বিদ্যালয়েরও প্রথম সাময়িক পরীক্ষার সকল প্রস্তুতি নেয়া হয়। শনিবার বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে পার্শ্ববর্তী রামগতি উপজেলার উত্তেজিত জনতা এসে সবাইকে বের করে দিয়ে বিদ্যালয় বন্ধ করে দেয়। হাতিয়া উপজেলার হরনি ইউনিয়নের ফরেস্ট সেন্টার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, টাঙ্কির বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মির আদর্শ গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, দশগা আদর্শ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, সাহাবুদ্দিন সমাজ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, মির আদর্শ গ্রাম বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, গাবতলী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, দরবেশ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও মোল্লাগ্রাম বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই হাজার সাত শ’ ছাত্রছাত্রী আছে। দেশের বিভিন্ন বিদ্যালয়ের ন্যায় এ ছাত্রছাত্রীরা প্রথম সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ করতে না পেরে মূল ধারা থেকে এক ধাপ পিছিয়ে গেল। হাতিয়ার সঙ্গে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার একটি অংশ নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।
×