ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টিটিআইপি চুক্তির বিরুদ্ধে ফের আন্দোলন

প্রকাশিত: ০৩:৫৩, ২৫ এপ্রিল ২০১৬

টিটিআইপি চুক্তির বিরুদ্ধে ফের আন্দোলন

প্রস্তাবিত ট্রান্সআটলান্টিক ট্রেড এ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ (টিটিআইপি) চুক্তির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে জার্মানির বাসিন্দারা। দেশটির হ্যানওভার শহরে গত শনিবার থেকে শুরু হওয়া মিছিলে অংশ নিয়েছেন হাজারো মানুষ। আন্দোলনকারীরা জানান, টিটিআইপি চুক্তির বাস্তবায়ন হলে বেতন ও মজুরি নিম্নমুখী হবে। সেইসঙ্গে পরিবেশগত নিরাপত্তা এবং শ্রম আইন দুর্বল হয়ে পড়বে। জার্মান পুলিশ জানিয়েছে, টিটিআইপি চুক্তির বিরুদ্ধে থাকা কমপক্ষে ৩০ হাজার মানুষ এই আন্দোলনে অংশ নিয়েছেন। হ্যানওভার শহরে শান্তিপূর্ণভাবে মিছিলও করেছেন তারা। আন্দোলনে অংশ নেয়া অধিকাংশ মানুষের হাতে ‘স্টপ টিটিআইপি’ লেখা প্লেকার্ড ছিল। টিটিআইপি প্রসঙ্গে নির্জনতা পালনকারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। -অর্থনৈতিক রিপোর্টার
×