ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

প্রকাশিত: ০৩:৫২, ২৫ এপ্রিল ২০১৬

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

প্রকৌশলী ফরাছত আলী ও ড. তৌফিক রহমান চৌধুরী এনআরবিসি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। প্রকৌশলী ফরাছত আলী ১৯৭৪ সালে উচ্চ শিক্ষার্থে যুক্তরাজ্যে গমন করেন। তিনি ১৯৭৭ থেকে ১৯৭৮ পর্যন্ত ইংল্যান্ডের ক্লিনটন ডেভিস লিমিটেডের এ্যাসিস্টেন্ট টেক্সটাইল টেকনোলজিস্ট ছিলেন। তিনি ১৯৮৪ থেকে ১৯৯৬ পর্যন্ত নিউইয়র্কের মেডমইসল নিটওয়্যার সিনিয়র রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট টেকনোলজিস্ট, ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত নিউ জার্সির ইউনাইটেড সুয়েটারের সিনিয়র রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট টেকনোলজিস্ট এবং ১৯৯৮ থেকে ২০০৫ পর্যন্ত যুক্তরাষ্ট্রের এসএনএ নিটিং মিলের প্রেসিডেন্ট এ্যান্ড সিইও পদে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে (এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড) গঠিত হয়ে ২ এপ্রিল ২০১৩ সালে যাত্রা শুরু করে। ড. তৌফিক রহমান চৌধুরী মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান। তিনি সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট। ড. তৌফিক রহমান চৌধুরী মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও চেয়ারম্যান ছিলেন। Ñবিজ্ঞপ্তি
×