ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফটিকছড়িতে আ‘লীগ থেকে ১১, বিএনপি ১, স্বতন্ত্রে ২ জন চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ২০:০০, ২৪ এপ্রিল ২০১৬

ফটিকছড়িতে আ‘লীগ থেকে ১১, বিএনপি ১, স্বতন্ত্রে ২ জন চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ দেশে তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১০টি ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে যাঁরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাঁরা হচ্ছেন-দাঁতমারা ইউনিয়নে-জানে আলম (নৌকা), নারায়নহাটে- হারুনুর রশিদ (নৌকা), সুন্দরপুরে- শাহনেওয়াজ (নৌকা), রোসাংগিরীতে- সোয়েব আল ছালেহীন (নৌকা), বক্তপুরে- এস.এম সোলায়মান (নৌকা), জাফতনগরে- আব্দুল হালিম (নৌকা), আব্দুল্লাহপুরে- হোসেন আলী (নৌকা), পাইন্দং-এ সরোয়ার হোসেন স্বপন (ধানের শীষ), কাঞ্চনগরে- আব্দুর রশিদ কাতেব (স্বতন্ত্র) এবং হারুয়ালছড়িতে- ইকবাল হোসেন (স্বতন্ত্র)। এদিকে, এর আগে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন- বাগান বাজারে- রুস্তম আলী (নৌকা), লেলাং-এ- সরোয়ার উদ্দীন শাহিন (নৌকা), ধর্মপুরে- আব্দুল কাইয়ূম (নৌকা), সমিতিরহাটে- হারুনুর রশিদ কালু (নৌকা)। সব মিলে এ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ১১ জন, বিএনপি থেকে ১ জন এবং স্বতন্ত্রে ২ জন নির্বাচিত হয়েছেন। সীমানা সংক্রান্ত মামলার কারণে ভূজপুরে নির্বাচন স্থগিত রাখা হয়েছে।
×